নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমার সেইদিনের ডাইরি, কিছু কথা,

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭




কবিতার খাতা
=========
আব্দুল্লাহ আল মামুন
+=============
এটা কি ?
কবিতার খাতা?
প্রশ্নছুড়ে দিল অতিথি।


কি লিখ তুমি ?
প্রেমের কবিতা?
নাকি সমাজের কথা লিখবে?


আমি চুপ ছিলাম।
বললাম তার পাশে বসে।
কবিতার কি আছে ভাষা
আমিতো এই বসে বসে
কলমের কালি নষ্ট করি।


জীবনের গল্প লেখার চেষ্টা করে।
ভেঙ্গেছি অনেক কলম।
প্রেমের কবিতা হল না লেখা।


ভালবাসবে কি আমায়?
প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে।
সে দাড়িয়ে ছিল।


বললনা কিছু।
আমি দেখলাম তাকে।
ভালবাসার শ্রেষ্ঠ কবিতা লেখা হল ।
নিরব কবিতা ।
ভাষাহীন কবিতা।
শব্দহীন কবিতা।







আমি বিদ্রোহী হবো
"""""""""""""""
আমি একটা বিদ্রোহী কবিতা লিখতে চাই
আমাকে কিছু বিদ্রোহী শব্দ দাও।
আমাকে বিদ্রোহী ভাষা দাও।
আমার বিদ্রোহী বর্ণমালা চাই।
আমি বিদ্রোহী হতে চাই
নজরুলের মতো আবার জাগতে চাই


বিদ্রোহী ভাষারা কি
লাল ঘরে নিয়ে যাবে??
সেটা তো কবিদের স্থান নয়।
তবে কেন বিদ্রোহী কবিদের ।
বিদ্রোহী লেখকদের
যেতে হয় লোহা ঘেড়া ঘরের ওপাশে?



"আমি আবার বিদ্রোহী হতে চাই।
এই বাঙলার সব কবিদের সাথে।
বিদ্রোহী কলমদের সাথে



আমাকে আবার দেখাও সেই পথ
যে পথে চলছে সুকান্তরা।
যে পথে অত্যাচারী হয়েছে নিঃশেষ।


'আমি একটা বিদ্রোহী কলম চাই
চাই বিদ্রোহী প্রাণ।


একটা বিদ্রোহী কবিতা লিখব
স্বেচ্ছাচারিতা আর দূর্নীতি রুখতে।
আমি একটা কলম চাই।
যে কলম লিখবে অধিকারের কথা।
জনতার অধিকার ।
গরীবের অধিকার ।


যে কলম লড়বে।
অত্যাচারী স্বেচ্ছাচারি শাসকের সাথে।
শোসন আর নির্যাতনের বিরুদ্ধে"
শোসিতের জন্য অধিকার আনতে


যে কলম মরবে না যুগে যুগে।
বেচে থাকবে সব বিদ্রোহীর প্রাণে।
বেচে থাকবে সব কবিদের হাতে।
কবির বুক পকেটে।


কবিদের জাগাবে ।
অগনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে।
কঠোর হতে শিক্ষা দিবে যে কলম।
দূর্নীতির বিরুদ্ধে ।


সত্যকে সত্য
মিথ্যাকে মিথ্যা বলতে শিখাবে।
লিখতে শিখাবে বিজয়ের গান।


কবিকে দিবে ভয়হীন প্রাণ
হাসিমুখে প্রাণ করবে দান।
বাচবে বিজয়ি বিদ্রোহী প্রাণ।
শত শত মানুষের প্রাণে।


লড়বে কবি মানুষের কল্যানে।

আমি সেই বিদ্রোহী কবি হবো।
কবিতা লিখবো মানবের তরে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আপনি সত্যবাদি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।। চেষ্টা করতেছি।। আল্লাহর কাছে এইটাই চাই। জীবন সহজ হোক আর সরল হোক।। সুরা ফাতিহার দোয়া যেন কাজে লাগে।।।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: পরের কবিতাটি বেশী ভালো লেগেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

হাবিব বলেছেন: শব্দ ব্যাতিত কি কবিতা হয়?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শব্দ! ।। এই প্রশ্ন কেন কবি?

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

হাবিব বলেছেন: জানার অনেক ইচ্ছা....।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাল।।ইচ্ছা না থাকলে উপায় হয়না। ইচ্ছাই বল

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.