|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
নতুন দিন
___________
এবং আমি আবার জেগে উঠবো
ঘুমিয়ে যাওয়া সেসব মাটি হতে।
ঘুমিয়ে থাকা সব ভাবনা হতে।
অতঃপর সকালে সূর্য যেমন জাগ্রত হয়। 
সকল অন্ধকার দূর করে ।
মরুভূমির বুকে যেমন ক্যাকটাস জাগে ।
সাহসী বুকে এক বিন্দু জল নিয়ে ।
তেমনি জেগে উঠবো একদিন ।
আসবেই একদিন নতুন দিন ।
আসবে আমাদের নতুন ভাবনারা।
যখন বন্ধ দরজা খুলে যাবে
নতুন আলো ঘরে আসবে ।
শীতল বাতাস হবে প্রবাহিত ।
তখন আবার জেগে উঠবো মোরা
পৃথিবীর বুকে নতুন বার্তা নিয়ে ।
পুরানো কে বিদায়ের ঘন্টা শুনিয়ে ।   
  
   
আধুনিক চিঠি 
•••••••••••••••
কাগজের চিঠি তো ফুড়িয়েছে।
এখন আর ডাকঘরে যাই না।
কত কি ভুলতে বসেছে সময় ।
"এখন সবাই ঘরে বসেই ।
চিঠি লিখে নতুন কাগজে।
ধরা যায় না যে কাগজ। 
বন্ধু একটা চিঠি দিও।
আধুনিক চিঠি ।
কম্পিউটারে লিখে দিবে হয়তো
তোমার আঙ্গুলের স্পর্শে ।
লিখা হবে চিঠিখানা ।
চিঠি দিও ।
ডিজিটাল কোন মাধ্যমেই দিও।
যে চিঠি আসতে ডাক লাগে না। 
সময় লাগে না বেশী।
যেতে হয় না এক ক্রোশ হেটে।
চিঠি জমা দিতে গন্জের ডাকঘরে।
যেতে হয় না কাগজ কিনতে।
যেতে হয় না মল্লিক বাড়ির হাটে।
সস্তা কাগজ কিনতে।।
"ঘরে বসেই পাঠাতে পারো।
তবু কেন দাও না "
একটা আধুনিক চিঠি।
চিঠি দিও।
সঙ্গে দিও তোমার বন্ধুত্ব।
দিও অফুরন্ত আঁশা।
একটা আধুনিক চিঠি দিও।
যখন হবে অবসর ।
কাক ডাকা ভোরে।
রৌদ্রজ্জল কোন দুপুরে।
কোয়াশা ভেজা কোন রাতে ।  
 ২১ টি
    	২১ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৮
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
২|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১০
নজসু বলেছেন: 
আস সালামু আলাইকুম।
শুভ সকাল।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৮
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম (ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু)
৩|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১০
নজসু বলেছেন: 
আশা করি ভালো আছেন।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন।???শুভ সকাল
৪|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১১
নজসু বলেছেন: 
খুব সুন্দর একটি কবিতা মামুন ভাই।
মন প্রাণ স্নিগ্ধ করা কবিতা। 
নতুন দিনের, নতুন সকালের প্রতীক্ষায় রইলাম।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ হোক সকাল
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৫
নজসু বলেছেন: 
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে.
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মন থেকে খুজি যারে
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৯
নজসু বলেছেন: 
ভালো আছি প্রিয় মামুন ভাই। 
বছর শেষে একটু ব্যস্ততা।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্যস্ততা কাটিয়ে আবার সময় দিন সামুতে। এই কামনা রইলো
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
নাহিদ০৯ বলেছেন: বাহ্। একদম সতেজ আপনার কবিতা।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৪
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন: 
"ঘড়ে" বসে যদি চিঠি লিখে, কবিতা কিভাবে জন্ম নেবে? "ঘরে" বসে চিটি লেখার দরকার।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৫
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ গাজি স্যার।।। ভালো থাকবেন সবসময়
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:০২
হাবিব বলেছেন: কেমন আছেন মামুন ভাই?
  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৬
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ভালো আছি। আপনি ভালো আছেন?
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
০৮ ই ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
হাবিব বলেছেন: আল্লাহর রহমতে আপনাদের দোআয় কুশলেই আছি
১১|  ০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
০৮ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩১
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:০৯
০৮ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:০৯
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা