নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আগে নিজেকে বদলাবো

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮



চললেট খেয়ে আমিও ময়লা ফেলেছি।
অনেকদিন হয়তো ফেলেছি সাবানের মোড়ক।
ঠান্ডা পানীয় খেয়ে বোতলটা ফেলেছি রাস্তায়।


ভেবে দেখিনি।
তখন ভাবিনি, আজ ভাবনাতে হাওয়া লেগেছে।
যখন দেখেছি বিদ্যালয়ের সামনে ময়লাযুক্ত রাস্তা।
ফেলেছে কেউ ময়লার বস্তা।
শিশু হেটে যায় নাকে হাত দিয়ে।
চারদিকে দুর্গন্ধ আর আবর্জনা।


নিকেকেই মনে হল অপরাধী।
তাই সচেতন হতে চাই।


অপরকে বলে লাভ নাই।
আগে নিজে বদলে যাই।
এই চিন্তা মনে নিলো জন্ম।
ভাবতে শিখিলাম নতুন করে।

মনে হয় বাচতে শিখলাম নতুন করে।


অন্যের দিকে না তুলে আঙ্গুল,
প্রশ্ন করলাম নিজের কাছে।
আমিও পারি, যারা ভালো কাজ করে।
তাদের সাথে এক হয়ে কাজ করতে।


আমিও পারি।
সচেতন হয়ে চলতে।



গালি তো কুকুরেও দেয়।
আমি মানুষকে গালি দেয়ার আগে।
নিজেকে যেনো বদলাতে পারি।
এই হোক আগামীর অঙ্গীকার।


আগে নিজেকে বদলাবো।
তারপর দুনিয়া ভালো হতে কতক্ষণ?








আমরা যেভাবে যেখানে ডাস্টবিন রয়েছে তার আশেপাশে ময়লা ছুড়ে ফেলি, তাতে আমি শিওর! ডাস্টবিনের যদি হাত থাকতো ডাস্টবিন নিজে সেগুলো কুড়িয়ে নিয়ে এই অসচেতন সমাজকে লজ্জায় ফেলে দিতো।




বিডি ক্লিন ময়মনসিংহ হল একটি সুন্দর উদ্যোগী প্রতিষ্ঠানের নাম। যারা বিভিন্ন ইনভেন্টর মাধ্যমে মানুষকে সচেতন করে থাকে
।এবং কি শহরের পরিস্কার পরিচ্ছন্ন রাখার অবদান রাখছে। তাদের কাছে আমরা অনেক কিছু জানতে পারছি। আর সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠার সুযোগ পাচ্ছি।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: আমি ময়লা সব সময় যথাস্থানে ফেলি।

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর।। ভালো আছেন?

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

আরোগ্য বলেছেন: কি খবর মামুন ভাই, কেমন আছেন? কবিতা পড়ে মাইকেল জ্যাকসনের ম্যান ইন দ্য মিরর গানটা মনে পড়লো। লিংকটা দিতে পারছি না।

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো,, আপনি ভালো আছেন???
জি আশা করি গানটা ইউ টিউব এ পাওয়া যাবে।।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

হাবিব বলেছেন: প্রিয়জন মামুন ভাই, কেমন আছেন?
কতো দিন পরে আসলেন।
এখনো কি ব্যস্ততা রয়েছে???

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: .জি আলহামদুলিল্লাহ। ভালো। আপনি ভালো আছেন?

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

হাবিব বলেছেন: আল্লাহ খুব ভালো রাখছেন। তবে আপনাকে মিস করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.