নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এইতো আছি ,এই মোহে

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০




দেহের সৌন্দর্য হারিয়ে গেলে,
কি করবে তখন?
আজ যারা আছে, কাল থাকবেনা।
গতকাল যারা ছিলো, ।
আজ তারা কোথায়?

যাদের তুমি দিয়েছিলে প্রেম।
তারা তোমার মধু নিয়ে পালিয়েছে।

যাদের মেধাবী আর জ্ঞানী ভেবেছিলে।
তারা পশুর মতো আচরণ করেছে।

সার্টিফিকেট ছিল তাদের কাছে,
মানুষের মতো মন ছিলোনা।
মানুষ তারা মানুষের মুখোশে ।
ঢেকে রাখে সয়তানি।


কত বীজ বপণ হইলো এই ধরাতে।
কত শস্য আজ সবুজে ভরেছে মাঠ।
বুকে তাহার আজো লাল গোলাপ।

তরতাজা প্রাণ আমি,
জন্ম আমার আজন্ম পাপ।
আমি শুনি মানুষের অভিশাপ।

বারবার পুরুষ,
কৃষকের মত ফেলিলে জীবন।
সবুজে সবুজে সুন্দর হইলো ভুবন।

তবু আমি পাপে তাপে অভিশাপে।
মানুষ তো হলাম।


এই মোহ ,এই মায়া ।
এই তুমি ,এই আমি ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

হাবিব বলেছেন: সুন্দর কবিতায়+++

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: অনেক সুন্দর হয়েছে, শুভ কামনা

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.