নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

বিবর্তিত প্রেম - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২




বিবর্তিত প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এই পৃথিবীর সব স্তব্ধতা
একদিন নিরবে কাঁদবে
একদিন তুমি আমি
যে পাহাড়ের চূড়ায়
দেখা করেছিলাম ।
সেটাও পরিণত হবে সমতলে ।


পৃথিবীর রাতগুলো পাল্টাবে
'অন্ধকার রজনী হবে আলোকিত।
সাইবেরিয়ার কালো চিলগুলো ,
থাকবেনা আর নীরে ।


থাকবে না বুনো শকুনির দল
সব কিছুতেই আসবে পরিবর্তন।
শুধু তোমাতে আমাতে
দেখা হবে না সময়ের প্রয়োজনে।


সময় পৃথিবীকে পাল্টাবে
পাল্টাবে তোমার ভাবনাকে
তখন এই ভবঘুরের কথা আসবে না মনে।


জানবে না কোথায় আছি।
পৃথিবীর কোন প্রান্তরে
তোমার বিবর্তিত প্রেম
একদিন পরিবর্তিত হবে অবহেলায়।


অবহেলা ভরে দেখবে তুমি,
সম্পর্কের শেষ পরিণাম
বাস্তবতা বড্ড কঠোর।
দেখতে সার্কাসের জোকারের মত।


সবাই শুধু তাকে দেখে হাসে
তার অন্তরে বিষ থাকে লুকায়িত
সুখের একটা মুখোশ থাকে পরিহিত
তুমিও একদিন মস্তবড় অভিনেত্রী হবে।
সুখে থাকার অভিনয়টা শিখে নিবে।


ভাল থাকার মুখোশে ঢাকবে নিজেকে।
গল্প লিখবে মনে মনে
বিবর্তিত নগ্ন অশ্লীল প্রেমের।
যা তোমার অতীত ছিল।


ভদ্র থাকার অভিনয়টা তুমিই শেখালে।
তোমার সমাজ আমার ভূমী
এ পৃথিবীর সংসাজা মানুষগুলো ।
রঙমাখা মানুষগুলো ।


একটা উপহাসে রুপ নেবে সব কিছু
যেমন পৃথিবীতে ঘটেছিল আগে
তেমনি একটা নাটক তৈরি হবে
এ প্রেমের নিরব ইতিহাস নিয়ে।
বিবর্তিত কাল্পনিক প্রেম
মিথ্যা ও অভিনয়ের দুনিয়াতে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

জুনায়েদ আহমেদ বলেছেন: ভালো লাগল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

হাবিব বলেছেন:




সুন্দর কবিতা লিখেছেন।

কিন্তু কিছু কথা:
১. প্রায় সব লাইনের শেষে " ' "" চিহ্ন কেন বুঝলাম না।
২. ২য় অংশে বলেছেন "সব রাতগুলো" এখানে "সব" এবং "গুলো" দুটি শব্দই বহুবচনের জন্য ব্যবহার করা হয়। একটি শব্দ বহুবচন করার জন্য দুটি বহুবচন বাচক শব্দ প্রয়োজন নেই।
৩. একই কবিতায় কোথাও গুলো আবার কোথাও গুলি শব্দ ব্যবহার করেছেন; যা ভালো দেখায় না।
৪. যেখানে স্পেস হবে সেখানে দেননি, কিন্তু যেখানে দেয়া প্রয়োজন নেই সেখানে দিয়েছেন। যেমন: "রাত গুলো" শব্দটা হবে "রাতগুলো", "চিল গুলি" শব্দটা হবে "চিলগুলি", "অবহেলাভরে" শব্দটি হবে "অবহেলা ভরে"।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

মাহমুদুর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.