![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আমার ভালবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার আমার ভালবাসা
সেই কবে ইতিহাস হল ।
জলের সাথে মিশে হল একাকার
কত যে কথা ।
কত যে ব্যাথা হইল মলিন।
তা জানে না কেউ।
এসব কিছুতেই ।
কোন এক লোভ ।
ছিল কি লোভাতুর মনে।
তোমাতে বা আমাতে ।
ছিল কি ভালবাসার কথা ছারা কিছু?
ছিল কি বাসনা কোন সুপ্ত
তোমার মনে কি ছিল সে প্রেম?
যে প্রেম হয় শরীরের সাথে শরীরের।
মানবের সাথে মানবীর প্রেম।
তুমি কি ছিলে ?
আমি কি ছিলাম ?
নষ্ট দেহের নষ্ট পৃথিবীর লোভে লোভী।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সামুর কি হয়েছে?েআসলেই কি সামু বন্ধ করে দিয়েছিল সরকার?সমস্যা হয এখনো
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।