|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আমিও চলে যাবো
===========
মোঃ আব্দুল্লাহ আল মামুন
====
একদিন আমিও হারিয়ে যাব,
তোমাদের এই ব্যস্ত নগরি হতে,
আমার যতো প্রেম,
আর বেদনাময় স্মৃতি,
রাখবেনা কেউ মনে,
আমিও চলে যাবো,
সাথে চলে যাবে না বলা ভাবনারা।
আর এই একাকি বিকেল।
  
 
কোন স্নিগ্ধ রাতে,
কোন অপরিপক্ব বিকেলে।
আসবোনা আমি আর তোমাদের মাঝে।
বলবোনা প্রিয়াকে ভালোবাসি।
বলবোনা কোন কবিতা।
রেখে যাবো স্মৃতি,
মলিন হয়ে যাবে সে,
হাজারো স্মৃতিময় পথে।
প্রিয়াকে দূর হতে দেখবোনা আর।
বলবোনা ভালোবাসবে কি আমায়?
চলে যাওয়ার কোন গ্লানি রেখে যাবোনা।
রেখে যাবো পথের ধুলোতে ঘামের ঘ্রাণ।
রেখে যাবো কবিতার প্রাণ।
 
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ০১ লা মার্চ, ২০১৯  দুপুর ১:৪৪
০১ লা মার্চ, ২০১৯  দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: এত তাড়াতাড়ি চলার দরকার নাই।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৯  সকাল ৯:১৬
০১ লা মার্চ, ২০১৯  সকাল ৯:১৬
হাবিব বলেছেন: থাকুন, চলে যাবেন কেন?