![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই হতে চায় রাষ্ট্রনেতা
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
------------------------------
বাংলাদেশে হচ্ছে নাটক।
ভারত পাকিস্তানে হতে পারে যুদ্ধ।
জনতার মুখে তালা।
আমি কিছু বলতে চাইনা।
আমার মুখ হয়ে গেছে বন্ধ।
চারদিকেই হচ্ছে নাটক।
রাজা নাই, রাজদরবার নাই।
আছে একটা প্রাসাদের ফটক।
মানুষ হতে চায় শহীদ।
মূর্খ হয়ে ধোঁকা খায় জনতা।
রাষ্ট্রপতি পেতে চায় ক্ষমতা।
সবাই হতে চায় রাষ্ট্রনেতা।
সবাই করে অভিনয় ,
মানবতার হচ্ছে পরাজয়।
রাজনেতা শীর উচ্চ করে রয়,
মানুষ বুঝেনা তার অভিনয় ।
চারদিকে হচ্ছে আক্রমন ।
ক্ষমতাই যেন তাহাদের আপন।
তাহাদের মনে নাই মানবতা ।
লাশ হয়ে রাস্তায় মরছে জনতা ।
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তার পরেও মানুষ লোভ লালসা ত্যাগ করেনা
২| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১১
মাহমুদুর রহমান বলেছেন: একদিন এসব কিছুরই অবসান ঘটবে আর সে দিনঃ
যাবে যাবে যাবে দেখা এক আকাশ রোদ্দুর,
ধুলোয় সব গুড়িয়ে যাবে ঘোর আছে যতদূর।
৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:১০
খায়রুল আহসান বলেছেন: সুদিনের অপেক্ষায় রয়েছি।
২৪ শে মে, ২০১৯ রাত ৯:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাল আছেন প্রিয়? অনেকদিন পর ব্লগে এলাম। মনে করেছিলাম আর মনে হয় আসা হবেনা
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ সকাল ৭:৩০
রাজীব নুর বলেছেন: অথচ মানুষের যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে।