|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

ভালবাসার ঘ্রাণ
**************
আব্দুল্লাহ্ আল মামুন
♦♦♦♦***********
তোমাকে ভালবাসি একটা মিষ্টি সকালে
একটা মিষ্টি দুপুরে, 
একটা মধুকর রাত্রিতে 
তোমার মিষ্টি আদরের সাথে 
প্রেমের মিষ্টি আলিঙ্গনে।
তোমার স্পর্শে , প্রেমে, স্বপ্নে
তোমাকে ভাললাগে 
তাই ভালবাসাটা মধুময় তোমার মতো
তোমার ভালবাসার ঘ্রাণ
জান্নাতের ফুলের ঘ্রাণে সুভাষিত
আমি মাতাল সেই ঘ্রাণে
তোমার স্পর্শে আমি মাতাল '
তোমার ঘ্রাণে আমি পাগলের মতো।
দুচোখ শুধু তোমাকেই দেখে।
ভাবনার পৃথিবী টাও তোমার দখলে।
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ০৪ ঠা মার্চ, ২০১৯  সকাল ৭:৪৬
০৪ ঠা মার্চ, ২০১৯  সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দরে আবেগ থেকে খুব সুন্দর কবিতা।
  ২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৯
২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ফিরে এলাম ব্লগের বাড়ি।।।অনেক দিন পর
৩|  ২৫ শে মার্চ, ২০১৯  রাত ৮:৫২
২৫ শে মার্চ, ২০১৯  রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার কবিতাটি ভাল লাগলো।
  ২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৯
২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাল আছেন প্রিয়? অনেকদিন পর ব্লগে এলাম। মনে করেছিলাম আর মনে হয় আসা হবেনা
৪|  ১৪ ই মে, ২০১৯  দুপুর ১২:১৯
১৪ ই মে, ২০১৯  দুপুর ১২:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুন ভাই,
 কোথায় গেলেন ? এতদিন অনুপস্থিত! 
শীঘ্রই ফিরে আসুন ব্লগে, আমরা আপনাকে মিস করছি। 
 শুভকামনা জানবেন।
  ২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৮
২৪ শে মে, ২০১৯  রাত ৯:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাল আছেন প্রিয়? অনেকদিন পর ব্লগে এলাম। মনে করেছিলাম আর মনে হয় আসা হবেনা। যেই ব্রাউজার দিয়েই প্রবেশ করতে চাই পারিনি। তাই আজ বিপি এন দিয়ে প্রবেশ করেই দেখি। কেমন হয়
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৯  রাত ১১:৫১
০৩ রা মার্চ, ২০১৯  রাত ১১:৫১
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে। অটুট থাকুক ভালোবাসা।