|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
জানা নাই কিছু
==========
না জানি প্রেম,
না আছে আশা,
না জানি কাকে বলে ভালোবাসা,
না জানি আমি স্বপ্ন কাকে বলে।
না জানি আমি আমার কে।
আমি বারবার ছুটে চলি,
উল্কাপিণ্ড হয়ে মহাকাশে,
বিদ্যুৎ গতি আমি দেখিতেছি বিদ্রোহে।
আমি যৌবন খুজি কবিদের বুকে।
আমি প্রেম খুজি প্রেমিকার বুকে।
আমি প্রলয়,  তুফান,  হুংকার খুজি।
আমি উল্লাস করি প্রাণের উল্লাসে।
আমি না জানি ভালোবাসার প্রাপ্তি কেমন হয়।
আমার মাঝে সেই হারিয়ে যাওয়ার ভয়।
নিরবে ক্লান্ত  কবির কবিতা জাগ্রত হয়। 
♣♣♣♣♣♣♣♣
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৬
৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাগ্য ভালো হলে পেয়ে যাবো। হয়তোবা কোথাও
২|  ৩০ শে মে, ২০১৯  রাত ৩:৩৮
৩০ শে মে, ২০১৯  রাত ৩:৩৮
জাহিদ অনিক বলেছেন: আরও সমৃদ্ধ হোক আপনার কবিতার জগত। শুভেচ্ছা রইলো।
  ৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৭
৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাই
৩|  ৩০ শে মে, ২০১৯  সকাল ৭:১৬
৩০ শে মে, ২০১৯  সকাল ৭:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
  ৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৭
৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই
৪|  ৩০ শে মে, ২০১৯  সকাল ৯:২৫
৩০ শে মে, ২০১৯  সকাল ৯:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো চলতে থাকুক এমন সুখানুভূতি থুরি খোঁজাখুজি ।  
পোস্টে প্রথম লাইক। 
শুভকামনা জানবেন।
  ৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৬
৩০ শে মে, ২০১৯  সকাল ১১:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। এডমিন মহোদয় যদি আমার মন্তব্য করার অপশনটি খুলে দিতেন তাহলে ভালো হতো। এভাবে ব্যান করে রেখেছেন কেন বুঝলাম না।
৫|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ১২:৪৬
৩০ শে মে, ২০১৯  দুপুর ১২:৪৬
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতায় আরো আকর্ষন চাই উদীয়মান কবি। শুভকামনা জানিবেন।
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৩৯
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে, প্রিয় বালক।।। ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবো
৬|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ১:২৬
৩০ শে মে, ২০১৯  দুপুর ১:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: [email protected] এ আপনার সমস্যা লিখে মেইল করুন 
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৩৯
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: 'ধন্যবাদ প্রিয়।।।
৭|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ১:৪৩
৩০ শে মে, ২০১৯  দুপুর ১:৪৩
এ.এস বাশার বলেছেন: ভালো লিখেছেন.....মামুন ভাই ...শুভেচ্ছা রইল
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪০
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ, ধন্য কবিতা। ভালোবাসা জানানোর জন্য,
৮|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ২:১৭
৩০ শে মে, ২০১৯  দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লেগেছে
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪১
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯|  ৩০ শে মে, ২০১৯  দুপুর ২:৫৯
৩০ শে মে, ২০১৯  দুপুর ২:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেকদিন পরে কবিতা লিখলেন
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪২
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। অনেকদিন পর লগ ইন করা। কবিতা লিখা হল। ভালো লাগতো যদি ব্লগের প্লাটফর্মটি সরকারের কারাগার থেকে মুক্তি পেতো।
১০|  ৩০ শে মে, ২০১৯  বিকাল ৩:৪২
৩০ শে মে, ২০১৯  বিকাল ৩:৪২
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । 
শুভকামনা
  ৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪৩
৩১ শে মে, ২০১৯  দুপুর ২:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ নীলপরি, শুভ কামনা নিবেন
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৯  রাত ১২:৪৯
৩০ শে মে, ২০১৯  রাত ১২:৪৯
ওমেরা বলেছেন: কিছুই যখন জানেন না তাহলে আগে জানেন তারপর খুঁজেন !