![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি - মোবাইল ফটোগ্রাফি (পতেঙ্গা সমুদ্র সৈকতে)
এই শান্ত শহর
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এইতো শান্ত শহর।
শান্ত মনে আমার অশান্ত সব ভাবনা।
চারদিকে তার প্রতিচ্ছবি ভেসে উঠে।
দূরে ওই সাগরের গর্জন আসে এই নগরে।
আহত পাখিদের ডাক,
আর সমুদ্রের নাবিকের জিজ্ঞাসিত চোখ।
আমিও মেহমান এই নগরে।।
এসেছি কাল্পনিক শান্তি নিতে।
জগৎ হতে কিছুতো পাবো।
ভিখারির মতো কুড়িয়ে নিবো।
আমার শান্ত ভাবনা।
ছিনিয়ে নিয়ে গেলো অশান্ত সেই নাবিকের দল।
সমুদ্রে চলে গেছে মাঝিমাল্লারা
আমিও দেখেছি তাদের পদচিহ্ন।
প্রেম এঁকেছে যে নাবিক।
প্রেমিকার বুকে আজো সেই নিঃশ্বাস কথা বলে।
আমিও সেই নাবিকের স্বপ্নে বিভোর।
আশাবাদী মাঝিমাল্লা দের দলে যেতে চায় মন।
আমিও শান্ত শহরে,
ঘুরে বেড়াবো পথিকের সাথে।
শান্ত এই শহরে।
দেখেছি প্রেমিকার ঠোঁটে,।
নাবিকের অশান্ত প্রহর।
আমি দেখেছি কবিতায় ভালোবাসার শহর।
প্রেমের ছোঁয়ায় শান্ত যে নগরী।
প্রেমিকার ঠোঁটে স্নিগ্ধ বিভাবরী।
বুকের ক্রন্দন যেন সমুদ্রের ঝড় তুলে দেয়।
প্রেমিকের মনে বান ডেকে দেয়।
আমি সেই জলে ডুব দিয়েছি।
আজো অশান্ত তাহার বুকের সমুদ্র।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে,,
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
নাবিকের অশান্ত শহর মানে মানে অশান্ত হৃদয় বুঝে নিতে পারি।
শুভকামনা রইল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভালো, আপনি ভালো আছেন? অনেক দিন পর সামুতে এলাম।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
আরোগ্য বলেছেন: কি খবর মামুন ভাই, সামুতে আনাগোনা নাই কেন? আশা করি ভালো আছেন।
কবিতায় ভালোলাগা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আলহামদুলিল্লা, ভালো আছি।। আপনি কেমন আছেন??
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ ! বেশ তো !!