|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
তোমায় দেখেছি
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
   ছবি গুগল
  ছবি গুগল  
দেখেছি তোমায়
সাগরের তীরে, জলে ভেজা পা,
ভেজা চুল, দিগন্ত তোমার রূপে বিলীন। 
তুমি রূপের ঝলক দেখিয়েছিলে, 
এই ভুবন তা দেখে হল মুগ্ধ,।
জলের মাঝে সে মুগ্ধতা ছড়িয়ে গেলো। 
আকাশে বাতাসে ছড়িয়ে গেলো, 
পাখিদের কানে পৌঁছে গেলো সে খবর। 
তুমি এসেছ, এই সমুদ্র তীরে, 
তুমি এসেছ এই জলরাশির ভিড়ে।
তুমি কবিতা হয়ে, মুগ্ধতা ছড়িয়ে দিলে। 
তোমার রূপে কবি হল দিশেহারা। 
আজ সমুদ্রের ঢেউ উঠেছে, 
মাতাল হাওয়া প্রেমে পরেছে তোমার। 
তাই জলোচ্ছ্বাস আজ চির যৌবনা।
তোমায় দেখেছি। 
মরুভূমির দেশে, মরূ কণ্যার  বেশে। 
নতুন আবেশে,কবিতার ছন্দে। 
মরুর রাখালের প্রেমে।। 
এক ফালি সমুদ্র চুম্বনে। 
পিপাসিত বালকের ঠোঁটে।
ভালোবাসা নিয়ে তুমি। 
ভালোবাসা হয়েছে প্রেমের ভূমি। 
তুমি সেই রাজ্যের রাজকন্যা,
আমি রাখাল, পায়ের নীচে মরুভূমি।
তোমাকে দেখেছি। 
দূরের সেই বন্দরে, 
নাবিকের  বেশে আমি, 
প্রেমে পিপাসিত হয়ে খুঁজি তোমারে।
 ১৭ টি
    	১৭ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি। কম্যান্ট ব্যান করা। কিভাবে ছাড়ানো যায়?
২|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:৪৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আজ বেশ প্রেমের কবিতা নজরে আসছে ! এটা কি আবহাওয়া বিষয়ক কোন ব্যাপার ? 
যাইহোক কবি, আপনার কবিতায় ++
শুভকামনা।  ভালো থাকবেন।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজ বাতাসে প্রেমের ঘ্রাণ ছড়িয়েছে।। তাই এমন হয়তো
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
৩|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৮
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৮
ইসিয়াক বলেছেন: প্রেমময় মুগ্ধতা ছড়িয়ে পড়ুক  এই  বিশ্বচরাচরে।
দুর হোক যত হিংসা ক্লেদ হানাহানি , ভুবন ভরে উঠুক শুধু সুন্দরে । 
ভালো লাগা
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় আপনাকে
৪|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল আবেগ!!
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সরল আবেগ দিয়ে ভরে যাক সবার মন। তাহলেই সবাই সহজ ভাবে নিবে এই দুনিয়াকে।
ধন্যবাদ নূর ভাই
৫|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩১
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: কবিতায় খুব প্রেম প্রেম সৌরভ!
কিছু বানান ঠিক করে দিন।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:০০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৪:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভুল গুলো ধরিয়ে দেয়ায়
৬|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
ভালো থাকুন
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সবসময়।
৭|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২৯
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন: 
সমস্যা হচ্ছে, আপনি একা দেখেননি, আরো অনেকেই দেখেছে
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৭
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১০:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই পৃথিবীর সবকিছুই সবার দেখার অধিকার রয়েছে৷  সেটা অনেকে আগে দেখে অনেকে পরে।
ধন্যবাদ আপনাকে পেয়ে ভালো লাগলো। আপনি আমাদের মাঝে উত্তম একজন গুণী ব্যক্তি বটে
৮|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫২
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১১:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতায় +++
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০১
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯  সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম সুন্দর শাশ্বত ।+