![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমে বিশ্বাস নেই
=============
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
তোমরা যা পছন্দ করো তাতে আমার মনোযোগ নেই।
আমি যাহা চাই,
সেটা তোমাদের কাছে চাওয়ার নেই।
শুনেছ নগেন?
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
প্রেমে পরলে অসহায় হতে হয়।
কারো কথায় চলতে গিয়ে দুর্বল হতে হয়।
আপন স্বাধীনতা হারিয়ে,
অসহায় হয়ে হুকুমের গোলামি তে চলতে পারলে ই,
জাগতিক প্রেম সফল হয়।
তারপর অসহায় গোলামের প্রতি যে মায়া উপচে পরে।
সেটাকে তোমরা প্রেম বল।
আমি বলি না,
তাই প্রেমে আমার বিশ্বাস নেই।
শুনেছ নগেন?
প্রেমে আমার বিশ্বাস নেই।
তবে বাসে, পাশের লাল শাড়ি পড়া মেয়েকে।
আর ট্রেনের সেই মায়াবী চোখ, ।
আজো ভুলতে পারিনি।
বুঝলে নগেন?
প্রেমে আমার তেমন বিশ্বাস নেই।
অবহেলায় পথ চেয়ে থাকার ইচ্ছা নেই।
কারো কথা মনে জমিয়ে রেখে,
দুঃখ পাওয়ায় ইচ্ছে নেই।
বুঝলে নগেন প্রেমে আগের মতো ভালোবাসা নেই।
বিরহে দিন কাটাবো তেমন সময় নেই।
একা একা সিগারেটের ধোঁয়া ওড়াবো,।
সেই সময় নেই।
নেই হাতে চিন্তাভাবনা নেবার মতো ইচ্ছা।
প্রেমিক বেচারা রাস্তায় যেভাবে দাঁড়িয়ে থাকে।
বুঝলে নগেন?
সেভাবে বসে থাকার ইচ্ছে আমার নেই।
তবে মাধবিকে আমার খুব ভালো লাগে
প্রিয়াকেও লাগতো বেশ
আর পাশের বাড়ির কালো মেয়েটি।
তাকে কখনো ভুলতে পারবোনা
সুরভি র ঠোঁটের তৃষ্ণা আজো আমার অন্তরে লেগে আছে।
বুঝলে নগেন।
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
ইচ্ছা নেই অসহায় হয়ে বাঁচার
ইচ্ছে নেই একা বাঁচার।
কেউ এসে করুণা করুক
সেটা পাওয়ার ইচ্ছা নেই।
বুঝলে নগেন প্রেমে আমার বিশ্বাস নেই।
দেখেছি অনেক প্রেমিক দেবদাশ আজ।
ধোঁয়া ছাড়ে বাতাসে,
প্রেমের, হতাশার, ভুল ভাবনার।
সেসব করার ইচ্ছে নেই।
কারো উপহাসের পাত্র হওয়ার ইচ্ছে নেই।
কারো কাছে ভিক্ষা চাইবার ইচ্ছে নেই।
বুঝলে নগেন?
এই দুনিয়া যাকে প্রেম বলে।
সেই সকল কর্মকাণ্ডকে প্রেম বলার ইচ্ছে নেই।
আমি তাকে প্রেম বলিনি ।
আমি যাকে প্রেম বলি।
সেটা ব্যাখ্যা করার ইচ্ছে নেই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবি হতে পারে কিনা জানিনা।
তবে লোকে যাকে প্রেম বলে, আমি ওইসব কর্মকাণ্ড গুলোকে প্রেম বলিনা।। ওইসব শুধুই দেহের প্রতি আকর্ষণ
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: শুধু প্রেম না, কোনো কিছুতেই কাউকে বিশ্বাস করা ঠিক না।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম ঠিক বলেছেন নূর ভাই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাউকে এতোটা বিশ্বাস করা উচিৎ না৷ আর অন্যের প্রতি এতো বেশি ভরসা করাও উচিৎ না।
নিজে পরিশ্রম করা। আর নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া চাই। তা নাহলে হারিয়ে যেতে হবে৷ দুঃখ পেতে হবে জীবনে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সামু ব্লগটা দিনে দিনে কেমন মরা হয়ে যাচ্ছে। অনেক পুরাতন ব্লগার নাই৷
দেশের আইপি থেকে ব্যান করার পর অনেকে আর প্রবেশ করেনা। এইদিকে সামু আমাকে কোন লেখাতে মন্তব্য করতে দিচ্ছেনা।
কি এক সমস্যাতে আছি।
বুঝিনা সামুর প্রতি কেন মানুষের এতো রাগ। কেন মুক্ত করে দিচ্ছে না??
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫০
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: স্রষ্টা, মা বাব বাদে কিছুতেই বিশ্বাস নেই আমার
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্য বলেছেন। এখন আর বিশ্বাস হয়না। সব ভেজাল
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনি যাকে প্রেম বলেন তাতে বিশ্বাস থাকলেই হলো। কবি হওয়ার জন্য নকল প্রেম নয়, আসল প্রেম লাগে। সেক্ষেত্রে পাশের বাড়ির কালো মেয়েটিই যথেষ্ট।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মতামতটাই ভালো লাগলো। আসলে প্রেম ভালোবাসা মন থেকে হওয়া চাই৷ লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য নয়। আর আজকের দিনে মানুষ শুধু লিটনের বাড়ি খুজে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আর মানুষ সবাই মানুষ। কালো সাদা, বাদামি এসব তো তার সৃষ্টি। তাই ভেদাভেদ করা আমাদের উচিৎ না৷ মানুষের সম্মান মানুষ হিসেবে হওয়া উচিৎ।
তাহলেই আমাদের মন মানসিকতা পরিস্কার হবে৷ আর সমাজে সুখ আসবে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেম করনা দেহের সনে আত্মার সনে ছাড়া।
আহা একথা এখন কে শুনে সবাই দেহ প্রেমে পাগল।
কবিতায়+++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর একটা কথা বলেছেন৷ এখন প্রেম নাই৷ সব বাহ্যিক দেহের আকর্ষণ৷ সবাই শুধু সার্থ খুজে৷
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো হয়েছে .....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সামুর সমস্যা কেটে যাবে। এটা আমার বিশ্বাস।
আপনি মন্তব্য করতে পারবেন। দুই একদিনের মধ্যে। আশা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো হলে ভালো লাগবে। আর সকল সমস্যা সমাধান হয়ে সামু ব্লগ আবার আগের গতি ফিরে পেলে আরো ভালো লাগবে
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
প্রেমে বিশ্বাসহীন কেহ কি কবি হতে পেরেছে?