|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
চুপ থাকো
- আব্দুল্লাহ্ আল মামুন 
কোন কিছুই বলো না তুমি। 
কারন কোন কিছুই দেখোনি তুমি।
কলমের মুখে শিকল দিয়ে রাখো। 
কলমের মুখ বেধে রাখো। 
প্রতিবাদী বাক্য যেন, না লিখতে পারে। 
প্রতিবাদী ভাষা যেন না বলতে পারে
চুপ থাকো। 
চুপ হয়ে যাও। 
কিছুই বলার অধিকার নাই তোমার। 
তুমি শুধু বলবে, জি ভাই, ঠিক বলেছেন ভাই 
আপনার কথা শিরোধার্য ।
তুমি কিছু বললে,তোমার পক্ষে থাকবে না কেউ।
যারা বলে তোমাকে দিবে অধিকার। 
যারা বলে, বলার আছে অধিকার। 
তারা সব জ্ঞানপাপী । 
শক্ত করে ধরে ফেলবে তোমার গলা ।
বলবে তোমাকে মূর্খ, অশিক্ষিত ।
কিছুই জানো না, কিছুই বুঝ না। 
তুমি লিখতে চলে এসেছ। 
তোমার বাক্য সব ভুল।
আর জ্ঞানপাপী দের কথা জনতাও বিশ্বাস করে। 
তোমাকে ছুড়ে ফেলে দিবে ডাস্টবিনে। 
তাই কিছুই বলতে যেয়ো না। 
কিছুই লিখতে যেয়ো না। 
যেসব জ্ঞানপাপী বলে। 
বলার অধিকার আছে সবার। 
তারাই আগে তোমার গলা টিপে ধরবে। 
তোমার অপরাধ, 
তুমি তাদের কথা মেনে নাওনি। 
বলোনি জি ভাই, ঠিক বলেছেন ভাই।
তারা ব্লগে জ্ঞান বিতরণ করে। 
তারা খবরের কাগজে, কলাম লিখে। 
তারা টেলিভিশনে, টকশো তে। 
তুমি কোথাও নাই।
তাই চুপ থাকো মূর্খ। 
কথা বলতে যেয়ো না। 
চুপ থাকো, চুপ থাকো। 
মুখে তালা ঝুলিয়ে দাও। 
চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও ।
তুমি সাংবাদিক না। 
তোমার বুকে লেখা নাই, বুদ্ধিজীবী। 
তোমার নামের আগে নাই কোন পদবী।
তাই চুপ থাকো। 
এটাই তোমার জন্য ভালো। 
চুপ থাকো, 
মুখে তালা লাগিয়ে দাও।  
 ১৩ টি
    	১৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৩
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
যা সময় আসছে। এখন এটাই করা দরকার
২|  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৯
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: চুপ থাকলে হবে না। আমাদের বলতে হবে। 
বলার জন্য ব্লগ আছে।
  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৪২
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগটাও তো সুইচ অফ করা ।  সবাই পড়তে পারেনা ।   তাহলে এই ব্লগ থেকেই লাভ কি? 
আর কিছু ব্লগে ডাইরেক্ট আপনার মন্তব্য লিখতেও পারবেন না।  
অনেক ব্লগ আছে,  তাতে তাদের ভালো লাগেনা এমন কিছু লিখলে কম হলেও ১৫, ২০ জন আপনাকে হেনস্থা করে তুলবে
৩|  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:১৭
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:১৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: চুপ থাকলাম, তবে যখন বলব তখন মুখ থেকে অগ্নুপাত হবে
 যখন লিখব তখন কলম হতে মিসাইল বের হবে
সময় উপযোগী লেখা, 
শুভ কামনা রইল 
  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৭
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মন্তব্যটিও ভালো ছিলো।
সময় হলে চুপ না। কণ্ঠে চলে আসবে ভাষা।  
ধন্যবাদ।
৪|  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩০
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চুপই আছি
সুন্দর হয়েছে লেখা
  ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৮
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের এখন চুপ থাকাই উচিৎ। কারন বলার কিছু নাই। বলতে গেলেই চাকরি থাকেনা । 
ধন্যবাদ আপনাকে।
৫|  ২১ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১৩
২১ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ধামাচাপা তখনই দরকার যখন অন্যায় চরমে ।
  ২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ন্যায় অন্যায়ের কথা অনেক সময় বলতে নাই। কারন যখন
আপনি  দেখতে পাচ্ছেন না আসল ঘটনা কি? 
মানে একটা ঘটনা ঘটেছে।   কে চোর কে মালিক কোন  প্রমাণ     নাই। 
বা কে অপরাধী কে ফরিয়াদি তাও নাই।  ঘটনাটা অন্য কেউ সাজিয়ে মিথ্যা দিতে ঢেকে দিয়েছে।  তখন বললেই বিপদ
৬|  ২১ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৫:০১
২১ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৫:০১
করুণাধারা বলেছেন: চুপ করেই আছি। তবু..., মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ!
 কবিতা চমৎকার হয়েছে।
  ২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু।   
আমরা এখন বলার মতো কিছুই পাবোনা।  কারন যে অপরাধী সেও জানেনা,  যে মজলুম সেও জানেনা৷ কেন ঘটছে কি ঘটেছে।   আসলে মিথ্যাবাদী দের চক্রান্তে সবাই বন্দী
  ২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
২১ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যে মার খায় সেও বুঝেনা কেন মার খেলো। যে মারে সেও বুঝেনা, যাকে ঘুসি লাথি দিলো কেন দিলো । শুধু লাথি দিয়ে চলে গেল।এখন আপনি কি বলবেন? মুখে তালা
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৬
২১ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:১৬
ইসিয়াক বলেছেন: চুপ থাকো চুপ থাকো
মুখে তালা ঝুলিয়ে দাও ........।
ভালো লেগেছে।