নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

চট্রগ্রামের পথে প্রান্তরে

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

পর্যটন নগরী চট্রগ্রামের দর্শনীয় স্থান সমূহ

১)ভাটিয়ারী গলফ কোর্স এবং লেক।
২)সীতাকুণ্ড ইকো পার্ক।
৩)মিরসরাই মহামায়া লেক।
৪)ফ’য়েজ লেক।
৫)কালুর ঘাট মিনি বাংলাদেশ।
৬)ওয়ার সিমেন্ট্রি।
৭)পতেঙ্গা সৈকত এবং নেভাল সৈকত।
পার্কি সৈকত।
৮)চালন্দা গিরিপথ
৯)গুলিয়াখালী সমুদ্র সৈকত।
১০)বিবি মসজিদ
১১) নন্দীরহাট জমিদার বাড়ি
১২)হাজারিখিল

১৩) বায়েজিদ বোস্তামীর মাজার
১৪)ঝরঝরি ট্রেইল
১৫)ছাগলকান্দা ঝরনা
১৬)কুমারীকুন্ড

১৭)বাওয়াছড়া লেক।

১৮)লেক ভিউ আইল্যান্ড।
১৯)নাপিত্তাছড়া ট্রেইল
২০)চন্দ্রনাথ পাহাড়
২১)খৈয়াছড়া ঝরনা

২২)বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
২৩) সন্দ্বীপ
২৪)খেজুরতলা বীচ।
২৪) আনন্দ বাজার সি বীচ।
২৫) বাটারফ্লাই পার্ক, চট্রগ্রাম

আনন্দ বাজার সি বীচ থেকে খেজুরতলা বীচ, ।



সমুদ্রের পাড় ঘেঁষে চট্রগ্রাম কোস্টাল রোড। আনন্দ বাজার বীচ হতে খেজুরতলা বীচ হয়ে পতেঙ্গা সি বীচ















খেজুরতলা বীচ

চট্রগ্রাম শহরে যে কয়টি সুন্দর সৈকত আছে, তারমধ্যে অন্যতম খেজুরতলা। এটির মূল সৌন্দর্য দেখতে হলে যেতে হবে খুব ভোরবেলা/পড়ন্ত বিকেলে যেতে হবে । খুব কাছে থেকে সমুদ্রের গভীরতা দেখতে এখানে চলে যান।।






পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। পাবেন ২০ টাকায় ঘোড়ার পিঠে চড়ার সুযোগ। সেই সঙ্গে আছে স্পিডবোড কিংবা কাঠের তৈরি নৌকায় ওঠার সুযোগও। সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে। জোয়ার শুরুর আগে বাঁধ অনেকটা তলিয়ে যাবে। তীরে এসে পড়বে ঢেউ। সাধারণত এখানে দিনের বেলা জোয়ার দেখা যায় না । আর আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। যদি দেখতে চান জোয়ার ভাটার খেলা।










জীবনে প্রথম চট্রগ্রামে এসেছি। তাও আবার যাওয়া শুরু করেছি চারজন। কেউ রাস্তা চিনেনা। ড্রাইভার ও এলাকায় নতুন। তো আমরা গুগল ম্যাপ এর উপর ভরসা করলাম। গুগল ম্যাপ তো রাস্তা দেখালো। তবে এই রাস্তা যে রাস্তায় মিলিত হয়েছে , সেটা যে সমুদ্রের বাধ উঁচু রাস্তা এটাতো বলে দেয়নি।
দাগ কাটা পয়েন্ট এ আমরা গেলাম ঠিকই। রাস্তাটা গিয়ে চট্রগ্রাম কোস্টাল রোডে মিলিত হয়েছে এটা গুগল দেখাচ্ছে। তবে ওই রাস্তাটা ১০ ফিট উপরে আর আমরা নীচে। উপরে উঠার ব্যবস্থা এখনো সরকার করেনি। রাস্তার কাজ চলছে । এসব দেখান গুগলের কাজ না। আর আমাদের ভুলটা ওইখানেই হয়েছিল। গুগল ম্যাপ দেখে গিয়ে থেমে গেলাম।

এমন সময় বুঝলাম গুগল ম্যাপ আসলেই মানুষকে বিপদে ফেলে। ভারতের এক লোক নাকি রাতে ড্রাইভিং করতে গিয়ে পুকুরে নেমেছিলেন গাড়ি নিয়ে। আমাদের ভাগ্য ভালো আমরা কোথাও নেমে যাইনি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

মেহরাব হাসান খান বলেছেন: সমুদ্রের ডাক না এলে নাকি কেউ সমুদ্রে যেতে পারে না। সমুদ্র আমাকে কবে ডাকবে, আল্লাহ জানেন?

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: গুগল ম্যাপ দেখে ঘুরতে গেলে, কি যে বিপদ সেটা বুঝলাম

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, চট্টগ্রাম দেখুন

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চট্রগ্রাম দেখার জায়গার অভাব নেই। ঘুরে ঘুরে দেখার ইচ্ছা বেড়েই চলেছে।

ধন্যবাদ, । আপনার জন্মস্থান কি চট্রগ্রাম??

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি চট্রগ্রামের

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ও তাই?? এখানে অনেক কিছুই আলাদা আর অনেক সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি এই কয়দিন ধরে। বিশেষ করে সমুদ্রের পারে সূর্যাস্ত যাওয়া আর সূর্যোদয়। খুব কাছেই থাকা হয়।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


সমুদ্রের পারে সূর্যোদয় আর সুর্যাস্ত, এইটা আমারে শোনাচ্ছেন?

আমি ভাবছি, আপনাকে দেখে কোন চিটাগাইংগা মেয়ে বললো কিনা, "ও ননাইরে, সিনার লগে বান্ধি রাইককুম তোঁয়ারে; নিজের দেশে একলা ফিরে যাইতে ন'দিয়ুম তোঁয়ারে"

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আরে না৷ কি করবো শুনানোর মানুষ না থাকলে যা হয় আরকি। তাই বললাম। বুঝেন না?

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার মতে এই দুনিয়ায় ৫০% লেখক একা একা থাকে। তাই তারা লেখে। লেখে করান কাউকে বলার মতো কেউ নাই। কাকে বলবে কি বলবে এই কথা ভাবতে ভাবতে আরেকটা লেখার জন্ম হয়ে যায়।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: একদিন আমাদের মুন্সিগঞ্জও আসবেন। অনেক কিছু আছে দেখার, জানার।

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অবশ্যই আপনার আমন্ত্রণ গ্রহন করলাম। একদিন যাবো। নতুন নতুন জায়গা দেখার সখ আমার খুব বেশি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.