নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতার ডাইরি

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

স্নিগ্ধতা
++++++



সকালে খোলা ছাদের কোণায়।
দাঁড়িয়ে ছিলে একাই ।
কুয়াশা ঝরছিল খোপায় ।
প্রকৃতি ও বুঝি শান্তি নিচ্ছিল
তোমার গভীর স্নিগ্ধতায়।
তোমার স্নিগ্ধ ছোঁয়ায় ।।
প্রেমময় এক মুহূর্ত ছিল।।
আজ সকালটা তে ।

এমন সময় পূর্বে ছিল কি?
শীতের সকাল তো অন্য কোথাও ছিল।
এই সকালের মত স্নিগ্ধ ছিল কি?

কুয়াশা ঝরা সকাল।
তোমার একটা সকাল।
আমার শ্রেষ্ঠ সকাল।
তোমার ছোঁয়ায় মুগ্ধ সকাল।

কুয়াশা রা কি কানাকানি করছিল?
কিছু বলছিল কি তারা ?
চুপিসারে তোমার কানে।
কি বলছিল আকাশ?
তুমি এত স্নিগ্ধতা কোথায় পেলে?
এই কথা বলছিল কি?

এই সকলকে তুমি যা দিলে
কোন কবি কি পারবে দিতে তা?
কোন কল্পনা কি দেখেছে তা।
এই আকাশকে'সকালকে।
কুয়াশাদেরকে যে স্নিগ্ধতা দিলে
তা কি কেও পাবে দিতে??

তাইতো সূর্যি মামা।
দেখছিল তোমায় কুয়াশার আড়াল থেকে।
সামনে আসতে তার লজ্জা হচ্ছিল।
হয়তো বা তার হিং সে হচ্ছে।
তোমার স্নিগ্ধতা দেখে।

শুভ সকাল জানাল সেও।
কুয়াশার আড়ালে থেকেই।
সামনে আসতে তার বড্ড ভয়।
কি যেন কি হয় ।।

চারদিক স্নিগ্ধ হয়েছে আজ।
শুধু তোমার ছোঁয়ায়।

রাত জাগা প্রকৃতি।
স্নিগ্ধ এই সকাল।
সবাই মুগ্ধ তোমাকে পেয়ে।

সেই সাইবেরিয়ান কবিও দেখেছে।
যখন সে চোখ খুলেছে।
গভীর ঘুম শেষে।

সেই কবিও মুগ্ধ হয়েছে।
বলেছে সেও শুভ সকাল।
তোমার রূপে মুগ্ধ কৃষ্ণাঙ্গ যুবক।
মরুভূমির রাখাল বালক।

সকালের পিচ ঢালা রাস্তা।
তার ওপরে যারা হেঁটেছে এতকাল।
তারা সবাই মুগ্ধ এই সকাল দেখে।
তোমার ছোঁয়ায় স্নিগ্ধ এই সকাল।।

তোমার মাঝে কি আছে?
কি নেই অন্য কারোর মাঝে?
তুমি কে এই সকালে ছাঁদে দাঁড়িয়ে?
হাত দুটো আছ বাড়িয়ে।






তুমি দৃষ্টিতে নারী
=============

তুমি অমন ক’রে বারে বারে চেয়ো না।
তোমার দৃষ্টি সইতে পারবে না বুনো শালিক।

সে দৃষ্টিতে ভস্ম হয়ে যাবে তার আঁখি।
তোমার প্রেমে অন্ধ যে কবি।
সে কবিও দেখেনি তোমার আঁখি।
প্রেমের দৃষ্টি সেও পারেনি সইতে।

আমিও তোমাকে দেখিনি হাজার বছর হল।
সেই কবে তোমাকে দেখেছিলাম,
দেখেছিলাম পলাশির প্রান্তরে।
দেখেছিলাম পানি পথের যুদ্ধের ময়দানে।

নারীর বেশে নয়, যোদ্ধা রূপে তুমি।
দেখেছি মরু প্রান্তরে, বেদুঈন যোদ্ধা রূপে।
দেখেছি তোমাকে মোঘল দরবারে।
তোমাকে দেখেছি সম্রাজ্ঞী রূপে।

তুমি শুধু নারী নও।
তলোয়ারের ধার দেখেছি তোমার ঠোঁটে।
তোমার নয়নে দেখেছি রাজ্য জয়ের কাহিনী।

প্রেমিকা হয়েছ তুমি, ।
রোমান সাম্রাজ্য লুটিয়েছে তোমার পদতলে।
তুমি নারী, তুমি যোদ্ধা।
প্রেমিক, কবিকে তুমি করেছ বন্দী।
তোমার রূপে, ছলে বলে কলে কৌশলে।

তোমাকে অর্জন করতে হয় প্রেমে।
পাওয়া যায়না, যুদ্ধে শক্তিতে বলে।
হাজারো প্রেমিক লুটিয়েছে তোমার পদতলে।
তুমি হয়েছ মহান, এই ধরণীর বুকে।
পৃথিবী হয়েছে প্রসারিত তোমারই বুকে।

আমিও প্রেম খুঁজে মরেছি বহুকাল।
কালের সীমা আমি পাইনি কোনদিন।
আমার হিসেবের খাতায় জমা হয়েছে ঋণ।
আমি পাপী হয়ে ঘুরিতেছি এই মাঠে,।
হাজার বছর পার হয়ে,
আমার প্রেমের তৃষ্ণা আজো কমেনি।
দিনে দিনে বুকের তৃষ্ণা দ্বিগুণ হয়েছে জানি।
ঋণের হিসাব বাড়িয়াছে তাহার সাথে।

তুমি নারী, পৃথিবীর আদিম শস্যক্ষেত।
আমি পুরুষ, প্রেমের পিপাসা বুকে মোর।
আমিও অপেক্ষা করেছি হাজার বছর হল।
তোমার বুকে একটু প্রেমের চাষ করবো বলে।




মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন কবিতা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে,

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২২

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)
খুব সুন্দর :)

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০

ময়ূরী বলেছেন: বেশ।।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.