নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কেউ কোথাও নেই

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭




কেউ কোথাও নেই
====

কেউ কোথাও নেই,
মানুষ শূন্য রাস্তা,
কাকের ডাক, আর কুকুরের ঘেউ ঘেউ।

রাত্রে যে মানুষ গুলো,
চায়ের দোকানে দিতো আড্ডা,
তাদের দেখা নাই,
বাতাসের শব্দ ভেসে আসে কানে।



রাত দিন সব একাকার।
যে শহরে মানুষের মিছিল চলতো,
কর্মজীবি মানুষ ছুটেছে কর্মের সন্ধানে।
সেখানে আজ শুধুই শূন্যতা।
চারদিকে বাতাসের ক্রন্দন ,


তুমি কি রোম আর নিউইয়র্ক দেখেছ?
দেখেছ সেখানে মানুষের ভীড় আর নেই।
দেখেছ কি ফরাসীর বন্দর এখন শূন্য ।

দেখেছ কি মানুষের কোলাহল নাই বন্দরে।
সমুদ্র স্নানে গেছে ছোট হরিণ ছানা ।
বানর আর হাসে রা শহরে হেটে বেড়াচ্ছে।


চারদিকে কেউ নেই।
মানুষ ভয়ে সব পালিয়েছে ঘরে।
সমুদ্রের ডলফিন গুলো এতোদিনে তীরে এলো।
আমাদের অত্যাচারে যারা দূরে দূরে ছিলো এতোদিন।



কোথাও কেউ নাই।
শূন্য এই নগরে, ক্ষুধার্ত কুকুর হাটে।
বন্য প্রাণী বসে আছে ভেনিসের ঘাটে।


আমাদের সময় খুব ভয়ংকর,
ভীতু হয়ে আছে মানুষের অন্তর।
কোথাও কেউ নেই।


প্রিয়া তুমি ভালো আছ তো?
তোমার শহরে কি ট্রেন গাড়ি চলে?
সেখানে কি এখনো যানজট হয়।
যানজটে ছোট খুকি কি এখনো আসে
হাতে তার এক ঝাঁক লাল গোলাপ।

খুকির মায়ের অসুখ,
বাবা তার সেই কবে চলে গেছে দূরে।
মনে আছে সেই খুকির কথা,
সে কি এখনো আসে, ফুল হাতে?


প্রিয়া , তুমি কেমন আছ?
তুমি কি এখনো ফুল কিনতে সেখানে যাও?

নাকি তুমিও আমার মতো।
ঘর বন্দী জীবনকে করেছ আপন।


জান প্রিয়া, কত শত বন্দর , শহর।
কোথাও আজ লোকের ভীড় নেই।
জনশূন্য সব নগরী ।

তুমি কি হিমালয় দেখতে যাবে?
জানো ভারতের পাঞ্জাব থেকে উঁকি দিলে
হিমালয় যাবে দেখা,
কোথাও কোন বায়ু দূষণ নেই।
তাই আজ প্রকৃতি শান্ত ।


প্রিয়া, তোমার শহরে কি আমার ঠাই হবে?.
আমি কি আসবো তোমার শহরে?


ফুটবল মাঠে খেলোয়াড় নেই,
ফাঁকা মাঠে পিঁপড়েদের অলস দিন কাটে।
বার্সেলোনার শহর এখন ফাঁকা ।
জানো প্রিয়া , কোথাও কেউ নেই।
সবাই ঘরে আছে বন্দী।

ভেনিসের বন্দর শূন্য একা।
আর রেসের মাঠে গাড়ি আর ছুটে না।
সবাই ঘরে বসে আছে একা।
প্রিয়া তুমি কি দেখতে যাবে?

তুমি কি মানবতার সেবা করতে চাও?
তাহলে ঘরে থাকো,
এটাই এখন উত্তম হবে তোমার জন্য।





তুমি কি দেখেছ প্রিয়া?
কতো দর্শক ছিলো এই সব মাঠে।
এই সব সমুদ্র বন্দরে , বাজারে।
আজ কেউ নেই, সবই শূন্য ।

তুমি কি দেখেছ ?
তাজমহল এখন একা দাঁড়িয়ে আছে।
সেখানে কত প্রেমিকের ভীড় ছিল গতকাল।


তুমি কি দেখেছ?
মাঠে শালিকের ছানা করছে খেলা।
তুমি কি দেখোনি?
এখানে নদীর ধারে, শহরের ওই পার্কে।
কত মানুষের আড্ডা হতো এখানে।
কত প্রেমিক প্রেমিকার দল বসে ছিল এইখানে।

আজ তারা নেই,
কোথাও কেউ নেই , ।



এই মাঠে, গতবছর এই বৈশাখে।
বৈশাখী মেলা বসেছিল, মনে আছে প্রিয়া?
কত মানুষের মিলন মেলা হয়েছিল এই মাঠে।
কত খোকাখুকু এসেছিল মেলায়।

মনে আছে প্রিয়া?
তুমি একটা লাল শাড়ি পড়েছিলে।
আজ সেই মাঠ জনশূন্য।
মেলা নেই, নেই কোলাহল ।
নেই ভেঁপু বাঁশি, শিশুদের চেঁচাচেচি।
কোথাও কেউ নেই।


এই বৈশাখে, পান্তা ইলিশ ছিলোনা।
ছিলেনা তুমি, ছিলনা তোমার স্পর্শ
লাল শাড়ি ছিলোনা তোমার পরনে।
আজ নেই সেই ছোট ফুল বিক্রেতা খুকি।
নেই এই শহরের যানজট,


চারদিকে ফাঁকা, আর হাহাকার,
ইতালি, ফ্রান্স, আমেরিকা, জার্মান,
লাশের গাড়িতে ছেয়ে গেছে গোরস্থান।
মানুষের মৃত্যুতে লাশের মিছিলে,



কোথাও কেউ নেই, শুধু শূন্যতা।
আর ভীত মানুষের হাহাকার।





















মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

সাইন বোর্ড বলেছেন: জীবন বাঁচাতে সবাই এখন ঘরবন্দী, এতে করে অবশ্য প্রকৃতি ফিরে পাচ্ছে তার আপন রূপ ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: খুবই চমৎকার লিখেছেন কবি। মানুষের সেবা করতে চাইলে এই সময়ে গৃহ বন্ধিই উত্তম পন্থা।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ঠিক বলেছেন। নিজে ও সমাজকে রক্ষা করতে ঘরে থাকুন

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ মুগ্ধতা ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় আপনাকে

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।



কেউ কোথাও নেই
- আব্দুল্লাহ্ আল মামুন
কেউ কোথাও নেই
====


কেউ কোথাও নেই,
মানুষ শূন্য রাস্তা,
কাকের ডাক, আর কুকুরের ঘেউ ঘেউ।


রাত্রে যে মানুষ গুলো,
চায়ের দোকানে দিতো আড্ডা,
তাদের দেখা নাই,
বাতাসের শব্দ ভেসে আসে কানে।



রাত দিন সব একাকার।
যে শহরে মানুষের মিছিল চলতো,
কর্মজীবি মানুষ ছুটেছে কর্মের সন্ধানে।
সেখানে আজ শুধুই শূন্যতা।
চারদিকে বাতাসের ক্রন্দন ,

তুমি কি রোম আর নিউইয়র্ক দেখেছ?
দেখেছ সেখানে মানুষের ভীড় আর নেই।
দেখেছ কি ফরাসীর বন্দর এখন শূন্য ।


দেখেছ কি মানুষের কোলাহল নাই বন্দরে।
সমুদ্র স্নানে গেছে ছোট হরিণ ছানা ।
বানর আর হাসে রা শহরে হেটে বেড়াচ্ছে।


চারদিকে কেউ নেই।
মানুষ ভয়ে সব পালিয়েছে ঘরে।
সমুদ্রের ডলফিন গুলো এতোদিনে তীরে এলো।
আমাদের অত্যাচারে যারা দূরে দূরে ছিলো এতোদিন।



কোথাও কেউ নাই।
শূন্য এই নগরে, ক্ষুধার্ত কুকুর হাটে।
বন্য প্রাণী বসে আছে ভেনিসের ঘাটে।

আমাদের সময় খুব ভয়ংকর,
ভীতু হয়ে আছে মানুষের অন্তর।
কোথাও কেউ নেই।


প্রিয়া তুমি ভালো আছ তো?
তোমার শহরে কি ট্রেন গাড়ি চলে?
সেখানে কি এখনো যানজট হয়।
যানজটে ছোট খুকি কি এখনো আসে
হাতে তার এক ঝাঁক লাল গোলাপ।


খুকির মায়ের অসুখ,
বাবা তার সেই কবে চলে গেছে দূরে।
মনে আছে সেই খুকির কথা,
সে কি এখনো আসে, ফুল হাতে?


প্রিয়া , তুমি কেমন আছ?
তুমি কি এখনো ফুল কিনতে সেখানে যাও?


নাকি তুমিও আমার মতো।
ঘর বন্দী জীবনকে করেছ আপন।


জান প্রিয়া, কত শত বন্দর , শহর।
কোথাও আজ লোকের ভীড় নেই।
জনশূন্য সব নগরী ।


তুমি কি হিমালয় দেখতে যাবে?
জানো ভারতের পাঞ্জাব থেকে উঁকি দিলে
হিমালয় যাবে দেখা,
কোথাও কোন বায়ু দূষণ নেই।
তাই আজ প্রকৃতি শান্ত ।


প্রিয়া, তোমার শহরে কি আমার ঠাই হবে?.
আমি কি আসবো তোমার শহরে?


ফুটবল মাঠে খেলোয়াড় নেই,
ফাঁকা মাঠে পিঁপড়েদের অলস দিন কাটে।
বার্সেলোনার শহর এখন ফাঁকা ।
জানো প্রিয়া , কোথাও কেউ নেই।
সবাই ঘরে আছে বন্দী।


ভেনিসের বন্দর শূন্য একা।
আর রেসের মাঠে গাড়ি আর ছুটে না।
সবাই ঘরে বসে আছে একা।
প্রিয়া তুমি কি দেখতে যাবে?


তুমি কি মানবতার সেবা করতে চাও?
তাহলে ঘরে থাকো,
এটাই এখন উত্তম হবে তোমার জন্য।



তুমি কি দেখেছ প্রিয়া?
কতো দর্শক ছিলো এই সব মাঠে।
এই সব সমুদ্র বন্দরে , বাজারে।
আজ কেউ নেই, সবই শূন্য ।


তুমি কি দেখেছ ?
তাজমহল এখন একা দাঁড়িয়ে আছে।
সেখানে কত প্রেমিকের ভীড় ছিল গতকাল।


তুমি কি দেখেছ?
মাঠে শালিকের ছানা করছে খেলা।
তুমি কি দেখোনি?
এখানে নদীর ধারে, শহরের ওই পার্কে।
কত মানুষের আড্ডা হতো এখানে।
কত প্রেমিক প্রেমিকার দল বসে ছিল এইখানে।


আজ তারা নেই,
কোথাও কেউ নেই , ।



এই মাঠে, গতবছর এই বৈশাখে।
বৈশাখী মেলা বসেছিল, মনে আছে প্রিয়া?
কত মানুষের মিলন মেলা হয়েছিল এই মাঠে।
কত খোকাখুকু এসেছিল মেলায়।

মনে আছে প্রিয়া?
তুমি একটা লাল শাড়ি পড়েছিলে।
আজ সেই মাঠ জনশূন্য।
মেলা নেই, নেই কোলাহল ।
নেই ভেঁপু বাঁশি, শিশুদের চেঁচাচেচি।
কোথাও কেউ নেই।


এই বৈশাখে, পান্তা ইলিশ ছিলোনা।
ছিলেনা তুমি, ছিলনা তোমার স্পর্শ
লাল শাড়ি ছিলোনা তোমার পরনে।
আজ নেই সেই ছোট ফুল বিক্রেতা খুকি।
নেই এই শহরের যানজট,


চারদিকে ফাঁকা, আর হাহাকার,
ইতালি, ফ্রান্স, আমেরিকা, জার্মান,
লাশের গাড়িতে ছেয়ে গেছে গোরস্থান।
মানুষের মৃত্যুতে লাশের মিছিলে,



কোথাও কেউ নেই, শুধু শূন্যতা।
আর ভীত মানুষের হাহাকার।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

আল-ইকরাম বলেছেন: আপনার লেখাটি সম্পূর্ণ পড়েছি। এতে কেবল মনের অভিব্যক্তিই প্রকাশিত হয়েছে। প্রত্যাশা ভবিষ্যতে আরও গুছিয়ে লিখবেন। শুভ কামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় আপনাকে। জেনে খুশি হলাম। ভালো লাগলো আপনার সুন্দর উপদেশ মূলক কথা। আগামীতে সুন্দর করে উপস্থাপনকরার চেষ্টা থাকবে।

কবিতায় আর কয়টি লাইন যোগ করেছি।





তুমি কি দেখেছ প্রিয়া?
কতো দর্শক ছিলো এই সব মাঠে।
এই সব সমুদ্র বন্দরে , বাজারে।
আজ কেউ নেই, সবই শূন্য ।


তুমি কি দেখেছ ?
তাজমহল এখন একা দাঁড়িয়ে আছে।
সেখানে কত প্রেমিকের ভীড় ছিল গতকাল।


তুমি কি দেখেছ?
মাঠে শালিকের ছানা করছে খেলা।
তুমি কি দেখোনি?
এখানে নদীর ধারে, শহরের ওই পার্কে।
কত মানুষের আড্ডা হতো এখানে।
কত প্রেমিক প্রেমিকার দল বসে ছিল এইখানে।


আজ তারা নেই,
কোথাও কেউ নেই , ।



এই মাঠে, গতবছর এই বৈশাখে।
বৈশাখী মেলা বসেছিল, মনে আছে প্রিয়া?
কত মানুষের মিলন মেলা হয়েছিল এই মাঠে।
কত খোকাখুকু এসেছিল মেলায়।

মনে আছে প্রিয়া?
তুমি একটা লাল শাড়ি পড়েছিলে।
আজ সেই মাঠ জনশূন্য।
মেলা নেই, নেই কোলাহল ।
নেই ভেঁপু বাঁশি, শিশুদের চেঁচাচেচি।
কোথাও কেউ নেই।


এই বৈশাখে, পান্তা ইলিশ ছিলোনা।
ছিলেনা তুমি, ছিলনা তোমার স্পর্শ
লাল শাড়ি ছিলোনা তোমার পরনে।
আজ নেই সেই ছোট ফুল বিক্রেতা খুকি।
নেই এই শহরের যানজট,


চারদিকে ফাঁকা, আর হাহাকার,
ইতালি, ফ্রান্স, আমেরিকা, জার্মান,
লাশের গাড়িতে ছেয়ে গেছে গোরস্থান।
মানুষের মৃত্যুতে লাশের মিছিলে,



কোথাও কেউ নেই, শুধু শূন্যতা।
আর ভীত মানুষের হাহাকার

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার কবিতার ডাইরি

৮| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেখে আমি তো অবাক!!

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.