নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

,আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি

২৯ শে মে, ২০২০ রাত ২:২৫



আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি
- আব্দুল্লাহ্ আল মামুন



কবিরা বলে,তোমার গোলাপী ঠোঁটে প্রেম আছে।


আমি তোমার কালো ঠোঁটে ভ্রমর দেখেছি।
আমি তোমার কালো ঠোঁটে,
হাজার বছরের তৃষ্ণা দেখেছি,
দেখেছি সজীব বিশুদ্ধ প্রেম।


কবিরা মিথ্যা উপমা দিয়ে,
কবিতা লিখেছে হাজারে হাজার।
আর সে সকল কবিতা,মিথ্যা প্রমাণিত হয়েছে।
আর বাস্তবতা হারিয়েছে তোমাকে।


আমি তোমার কালো কেশে,
সমুদ্র দেখেছি, দেখেছি আমার আমাকে।


আমি তোমার কালো ঠোঁটে,
খুঁজে পেয়েছি হাজারো কবিতার প্রেম।
আর ডুবুরি র মতো ডুব দিয়েছি সে ঠোঁটে।
আর মেখেছি সে প্রেম আমার সারা দেহে।
আর মাতাল হয়েছি, যে নেশা ছাড়েনি কোনদিন।


আমি তোমার কালো ঠোঁটে,
মরু কবির কবিতা দেখেছি।
দেখেছি পিপাসিত কবিদের আর্তনাদ।
আর আমি স্বাদ নিয়েছি বিষের।


আমি তোমার কালো ঠোঁটে,
আবেগ দেখেছি, ক্লান্তি দেখেছি।
দেখেছি প্রেমের স্পর্শে জেগে উঠা মানবতা।


আমার আমাকে দেখেছি।
দেখেছি কালো টিপ, তোমার কপালে।
দেখেছি সমুদ্র বন্দরে নাবিকের প্রশ্ন বোধক চাহনি।


দেখেছি চোখের মাঝে,আমার ভোরের আলো।
দেখেছি রোদের খেলা,যোদ্ধার হাতে রাইফেল।
প্রেমিকের হাতে গোলাপ, কবির হাতে কলম।


দেখেছি তোমার ঠোঁটে আমার তৃষ্ণা।
দেখেছি অসহায় জীবনে, বিষাদের কালো মেঘ।


আমি তোমার কালো ঠোঁটে প্রেম দেখেছি।
পবিত্র আর সুন্দর প্রেম।
দেখিনি কোন মিথ্যা উপমা,
দেখিনি কোন কাহিনী, গল্পের, উপন্যাসের।
দেখিনি কোন কাল্পনিক কবিতার ভাষা।
দেখেছি তোমার মাঝে,
এক পশলা বৃষ্টির স্পর্শ।


দেখেছি তোমার শাড়ির আঁচলে।
এক ফোটা বৃষ্টির খেলা।
আর তোমার ঠোঁটে প্রেমের মেলা।
আর ভালোবাসা খুঁজে নিয়েছি স্পর্শে তোমার।


তোমাকে দেখেছি, দেখেছি জীবন আমার।
দেখেছি এক টুকরো আশা, ভাষা, আর বাস্তবতা।
দেখেছি আমার কল্পনাতে তোমার বাস্তবতা।


আমি তোমার কালো ঠোঁটে,
খুঁজে নিয়েছি আমার প্রেম,
আমি খুঁজে নিয়েছি আমার ভালোবাসা।


আমি তোমার কালো চুলে,
হারিয়ে গিয়েছি ভুলে,
আমি তোমার মাঝে খুঁজে নিয়েছি প্রেম।
যেভাবে প্রেম খুঁজে, প্রেমিকের দল।


আমি তোমার কালো ঠোঁটে ভ্রমর দেখেছি।
দেখেছি হাজার বছরের তৃষ্ণা আমার।
দেখেছি প্রেম হাজারো কবিতার।



আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি।
আর কবিতার ভাষা পেয়েছি।
পেয়েছি হাজার বছরের কবিদের প্রেম।


তাই অন্য কিছু খুঁজে দেখিনি।
কোন কারো সাথে উপমা দিইনি।
খুঁজে নিয়েছি, শুদ্ধ অকৃত্রিম প্রেম।


আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি।
দেখেছি হাজার বছরের তৃষ্ণা আমার।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:১৬

নেওয়াজ আলি বলেছেন: ঠোঁটে এখন করোনা আছে। গোলাপী লিপস্টিক ব্যবহার করে

২৯ শে মে, ২০২০ রাত ৮:২০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: করোনা হবে না। প্রিয়। যদি সেনিটাইজার লাগিয়ে নেয়

২| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখেছি তোমার শাড়ির আঁচলে।
এক ফোটা বৃষ্টির খেলা।
আর তোমার ঠোঁটে প্রেমের মেলা।

.............................................................
করোনার যুগে
হায় হায়
একি জ্বালা
.............................................................

২৯ শে মে, ২০২০ রাত ৮:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রেম কি বাধা মানে। ভারতে দেখেন নি। ত্রান দিতে গিয়ে প্রেম।
আমাদের দেশে আইসোলোসনে থেকে দুই যুবক যুবতীর প্রেম।। প্রেম মানে না কিছুই

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: মোটা মোটি।

২৯ শে মে, ২০২০ রাত ৮:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আরে না চিকন আর চিকনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.