নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shahin Alam Riyad

Shahin Alam Riyad › বিস্তারিত পোস্টঃ

আমি পুরুষ (কবিতা)

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

আমি পুরুষ
শাহিন আলম রিয়াদ

আমি পুরুষ
তবে জানি না পুরুষত্বের মানে,
শুধু আমি কেনো
কয়টা পুরুষই বা জানে?

হাটে-মাঠে ঘুরি,
খেলা-ধুলা করি।
কাজ করি সব,
কতো কলরব।

অথচ সেদিন হাসপাতালে,
কোলে করে নিয়ে ছোট্ট ছেলে।
রুদ্ধ শ্বাসে ছোটে কলিমের বৌ,
ছেলেটি তার পানিতে ডুবেছে
পাশে নেই তার কেউ।

লোকে বলে-
নারী হয়ে কেনো এভাবে চলে?
আমি বলি - ওহে পন্ডিত মহাশয়,
পর্দা মানা অতি উত্তম
কথা খাঁটি অতিশয়।

কিন্তু যখন পুত্র মরে
কেউতো পাশে ছিলো না,
ছেলেকে বাঁচালো ঘোমটা হারিয়ে
তোমরা এগিয়ে এলে না।

পুরুষেরা আজ অলস হয়েছে
বিচারে বসেছে ঠায়,
নারীরা রাধে, নারীরা বাড়ে
তবেই পুরুষ খায়।

পুরুষের আছে বাহুবল,
নারীরা নয় দূর্বল।
তাদের ধৈর্য্য শক্তিতে,
জন্ম নিলে, বড় হলে
তুমি পৃথিবীতে।

দু-চারটা ডাল-চাল
আনো তুমি
আমি সব করি, আমি সব বলে
তাই খুলো না হিসেবের খাতা,
সব দিক গুনে
ঘুরাবে তোমার মাথা।
যতোটা তুমি করেছো ও জ্ঞানী,
নারীর কাছে তুমি
তারও বেশী ঋনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.