![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা আর মেয়েটা হয়তো একই স্কুল বা কলেজে পড়ে, কিংবা সে পাশের বাড়ীর বাসিন্দা বা অতিথি, হয়তো তার সাথে দেখা কোন এক অনুষ্ঠানে। তারপর আড়চোখে তাকানো, দুএকবার কথা বলা। মেয়েটা হয়তো বান্ধবীদের সাথে মিলে মজা করার জন্য ছেলেটার মোবাইল নাম্বার গ্রহণ করে। মিসডকল দেয় কোন এক বিকেলে। কথা বলতে খুব খারাপ লাগে না। তাই সেই বিকেলের ফোনটা বিস্তার পায় প্রতিদিন সকাল, বিকাল কিংবা গভীর রাত পর্যন্ত। একদিন সময় সুযোগ বুঝে মেয়েটাকে প্রোপোজ করে ছেলেটা। শুরু হয় তুমুল প্রেম। শুরু হয় কফিশপ, শপিং মল, রেস্টুরেন্টে আনাগোনা। আবেগ, খুনসুটি, ঝগড়া নিয়ে এগোয় সম্পর্ক। বিশেষ দিনগুলোতে প্রেমিকা পায় বিশেষ উপহার। আর প্রেমিক পায় প্রেমিকার দেহের বিশেষ অংশের উপর অধিকার। বিপুল পরিমাণ প্রেমিকারা এভাবে নিজেদের সতীত্ব বিসর্জন বা আংশিক বিসর্জন দেয়। একদিন অমিল দেখা দেয়ায় বিচ্ছেদ ঘটে। মেয়েটার বিয়ে হয় অন্য কারো সাথে। পূর্বের প্রেমিককে ভুলে স্বামীর সাথে সুখি হয়। কিন্তু স্বামীটা কি জানে, সে সেকেন্ড হ্যান্ড বউ পেলো? আর প্রেমিক মহোদয়ও বিদেশ ঘুরে এসে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করে। সে হয়তো জানতেও পারে না এই লোকটা তার জন্য অল্প কিছুও সংরক্ষন করে রাখে নি। সবটা দিয়েই অন্য কারো সাথে ফূর্তিতে মেতেছিল বিয়ের আগেই। ব্যস, নষ্ট ছেলে + নষ্টা মেয়ে= নষ্ট সমাজ। (বি.দ্র. আগে বিয়ে করতে গেলে রান্না পারে কিনা, পড়াশুনো করেছে কিনা জিজ্ঞেস করা হতো। এখন কারো সাথে শারিরীক সম্পর্ক আছে কিনা জিজ্ঞেস করা উচিত।)
২| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
মুহাম্মাদ রকিব হাসান বলেছেন: পবিত্র প্রেম বিয়ের আগে হয় না।হয়ে ওঠে না। যা হয় তা শুধু নষ্টামি।
৩| ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭
মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: একদম উপর্যুপরি বলেছেন
৪| ০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
নতুন বলেছেন: বিপুল পরিমাণ প্রেমিকারা এভাবে নিজেদের সতীত্ব বিসর্জন বা আংশিক বিসর্জন দেয়। একদিন অমিল দেখা দেয়ায় বিচ্ছেদ ঘটে। মেয়েটার বিয়ে হয় অন্য কারো সাথে। পূর্বের প্রেমিককে ভুলে স্বামীর সাথে সুখি হয়। কিন্তু স্বামীটা কি জানে, সে সেকেন্ড হ্যান্ড বউ পেলো?
মেয়েটা সতীত্ব বিসজ`ন দিলো কি একা একা??? না কি ভুলে গেছেন যে সেটাও একটা পুরুষই ছিলো?
তবে ঐ পুরুষ যখন বিয়ে করে তখন তার স্ত্রী কী যানে সে সেকেন্ড হ্যান্ড বউ পেলো?
এই ব্যাপারে আপনাদের মতামত শুনলে মনে হয় তালি বাজাতে এক হাতই লাগে.... অন্য হাতের কথা আপনারা স্বীকারই করেন না।
৫| ০১ লা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
নতুন বলেছেন: বিপুল পরিমাণ প্রেমিকারা এভাবে নিজেদের সতীত্ব বিসর্জন বা আংশিক বিসর্জন দেয়। একদিন অমিল দেখা দেয়ায় বিচ্ছেদ ঘটে। মেয়েটার বিয়ে হয় অন্য কারো সাথে। পূর্বের প্রেমিককে ভুলে স্বামীর সাথে সুখি হয়। কিন্তু স্বামীটা কি জানে, সে সেকেন্ড হ্যান্ড বউ পেলো?
মেয়েটা সতীত্ব বিসজ`ন দিলো কি একা একা??? না কি ভুলে গেছেন যে সেটাও একটা পুরুষই ছিলো?
তবে ঐ পুরুষ যখন বিয়ে করে তখন তার স্ত্রী কী যানে সে সেকেন্ড হ্যান্ড স্বামী পেলো?
এই ব্যাপারে আপনাদের মতামত শুনলে মনে হয় তালি বাজাতে এক হাতই লাগে.... অন্য হাতের কথা আপনারা স্বীকারই করেন না।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৯
Shahin Alam Riyad বলেছেন: আমি এক হাতে তালি বাজানোর মতো কোন ঘটনা বলি নাই ভাইয়েরা। প্রেমিক বা প্রেমিকা নয় প্রেমকে(বিয়ের আগের) দায়ী করেছি। মেয়েদের সতীত্ব সচেতনতা অত্যন্ত বড় সমাধান বলে এদিকে বেশি নজর দিয়েছি।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
একজন কে গালি দিয়ে
নিজেকে পবিত্র ভাবা খুবই সহজ!
কিন্তু
এ গল্পে মূল নায়ক কে?