নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shahin Alam Riyad

Shahin Alam Riyad › বিস্তারিত পোস্টঃ

ভ্যান বড় না ডিগ্রী বড়?

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

বাংলা সিনেমার বহু আলোচ্য প্রশ্ন, মা বড় না বউ বড়? এটার সাম্প্রতিক ভার্সন হলো- ভ্যান বড় না ডিগ্রী বড়? অনার্স, মাস্টার্স করা কৃতি ছাত্রগুলো চাকরি খুঁজে নিরাশ হচ্ছে, পাচ্ছে না। বাধ্য হয়ে নিম্নমানের কাজ, খারাপ পথ এমন কি আত্মহত্যাও করছে। তাদের একজনের বদলে চাকরি পেলো প্রধানমন্ত্রীর নিজের এলাকার এক ভ্যান চালক। যোগ্যতা - প্রধানমন্ত্রীকে ভ্যানে চড়িয়েছে। উচ্চ শিক্ষায় অর্থ ব্যয় না করে ভ্যান শিক্ষায় শিক্ষিত হোন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার উপদেশ খারাপ না। ভালই।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

Shahin Alam Riyad বলেছেন: কিন্তু ডিগ্রীওয়ারা কি করবে?

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

কলাবাগান১ বলেছেন: আপনাদের লেজে আগুন লেগে গেছে... ভ্যান চালকের চাকরী হওয়াতে না...অন্য কিছুতে

আপানদের মনে জ্বালা নিভানোর জন্য আপনারা উঠে পরে লেগেছেন হাসিনার ভাবমূর্তি উজ্জল করার ক্ষন টাকে কি্ভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। পুরানো জামাতি ট্যাকটিকস!!!!!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

কলাবাগান১ বলেছেন: ক্লাস এইট পাস কখনও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে সমানে সমানে টেক্কা দিয়ে বিতর্ক করতে পারবে না বলেই বিশ্বাস.... হাসিনা পেরেছে এবং নিজের জায়গায় এক ইন্চি ও ছাড় দেয় নাই...পারলে ভিডিও টা দেখে নিবেন যদি ইংরেজী বুঝেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

ইবাদ্ত বলেছেন: কলাবাগান ১ ভাই চেতেন ক্যান....কেউ কি তার মত প্রকাশ করতে পারবে না?

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কলাবাগান১ বলেছেন: প্লেন চালানোর ছবি দেওয়া লোকগুলিকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে লোকটার চাকরী হল বিমানবাহিনীর বেকারীতে...তার পড়ালেখা অনুসারে ফঠিক চাকরী.......

আপনাদের মত বেকুব রাই এভাবে ঘটা করে ট্রল বানিয়েছেন যে সে পাইলট হবে .........আসল উদ্দেশ্য হাসিনাকে ছোট করা
একজন লিখেছিল হাসিনা যদি দুধ খাওয়ার জন্য গাভীও দেয়...এরা বলবে ইস.... দুধে হিন্দু হিন্দু /ভারতীয় গন্ধ পাওয়া যাচ্ছে

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

Shahin Alam Riyad বলেছেন: আমি যদিও জামাতি নই, জামাত যদি গালি হিসেবে ব্যবহার করা যায়- আওয়ামীলীগ, বিএনপিও গালি। সবই রাজনৈতিক দল।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে একজন বদান্যতা পেয়েছে; বদান্যতা পাওয়া ভালো, বদান্যতা দেখানোও ভালো; আপনার ধরণা শক্তি দুর্বল

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: ভাই ছেলেটার চাকুরী হয়েছে তার পড়াশুনার যোগ্যতা অনুসারে...

তাকে ১ম শ্রেনীর ম্যজিট্রেট বানানো হয়নাই। তাকে ব্যকারীর সহকারী হিসেবে চাকুরী দেওয়া হয়েছে।

এটা খারাপ কিছু না। কারুর ভালো হয়েছে দেখলে চোখ টাটানো ভালো না।

শুনেছি ভ্যানটাকে যাদুঘরে পাঠানো হবে... সেটা বাড়াবাড়ী... এই চাটুকারীতাকে বন্ধকরতে পারলে আয়ামীলিগের অনেক ক্ষতি হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.