![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মোট উৎপাদিত খাদ্যের তিন ভাগের এক ভাগ অপচয় হয়। এই অপচয় না হলে খাদ্যের অভাব কমতো, খাদ্য উৎপাদনে পৃথিবী আরো বেশি স্বয়ংসম্পূর্ণ থাকতো, কৃষি জমির উপর চাপ কমতো, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমতো, অর্থনৈতিক সাশ্রয় হতো, বনধ্বংস কম হতো, পশু-পাখির আরো আবাসস্থল থাকতো, পরিবেশ দূষণ কমতো ও জমির উর্বরতা রক্ষা পেতো। এমন আরো অনেক লাভ হতো আমরা খাদ্যের অপচয় না করলে। আপনার যতোটা খাদ্য প্রয়োজন ততোটা খান। প্লিজ খাদ্যের অপচয় করবেন না। ঐখাদ্যে অন্যের অভাব দূর হবে। এতে পৃথিবী, রাষ্ট্র সর্বোপরি আপনার উপর চাপ কমবে।
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
Shahin Alam Riyad বলেছেন: আমি না খাওয়ার কথা বলি নাই, অপচয় না করার কথা বলছি।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: খাদ্য অপচয় আমাদের দেশেও কম হয় না।
এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৯
Shahin Alam Riyad বলেছেন: জ্বী, ইসলামিক দিক থেকেও অপচয় নিন্দিত কাজ।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
চাঁদগাজী বলেছেন:
অনেক আফ্রিকান দেশের লোকজন পৃথিবীকে সাহায্য করছেন, ওরা খাদ্য না খাবার চেস্টা করছে!