![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার অভিজিৎ এর আত্মা খুবই কষ্ট পাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে।তাহার মৃত্যুর পর বিভিন্ন ব্লগার আর সুশীল তাকে শহীদ উপাদি দিচ্ছে।
আরে শহীদ তো মুসলমানদের জন্য একটা উপাদি।
একজন এথিস্ত এর আত্মা শহিদী উপাদি নিয়ে যন্ত্রনায় থাকবে এটাই স্বাভাবিক।
আচ্ছা!! এথিস্তদের আত্মা কি আছে?
উনাদের ভাষায় অবশই নাই।তারপরও 'সোউল' 'সোউল মেট' জাতীয় কথাবার্তা উনাদের লেখনীতে পড়ি। (হাস্যকর)
আবার উনার নাম অভিজিৎ হল কেন?
উনার হিন্দু বাপ-মা এই নামটা রাখছে নিশ্চয়!! হিন্দু ধর্ম ছাড়লি,নামটা চেঞ্জ করতে পারলিনা? নাম হওয়া উচিৎ মাটি,গাছ,সাগর,নদী-নালা,খাল বিল,কই মাছ রুই মাছ (সবই প্রাকৃতিক)।
তেমনি মোহাম্মদ,হোসাইন, নামধারী নাস্তিকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
****উপরিউক্ত কথাগুলো নাস্তিকদের স্বম্পর্কে কৌতুহল বশত লেখা।এর মানে এই না যে ব্লগে তার মত প্রকাশ করলে তাকে মেরে ফেলতে হবে।ব্লগে মানুষ চটিও লেখে তাদের কাউকে তো প্রাণ দিতে শুনি নাই!!
একটা মানুষ আপনাকে ছাগল কইলে আপনি তাকে ভেড়া বলেন,কিন্তু 'কি তুই আমারে ছাগল কইছোস,তোরে পাইলে কুত্তা হয়ে কামড়ামু' মনোভাব পোষণ করা কি ঠিক?
পরিশেষে : অভিজিৎ এর হত্যাকান্ডের বিচার চাই,,করতে হবে।
কাপুরুষের মত একজন নিরস্র মানুষের উপর হামলা ইসলাম কখনোই সমর্থন করেনা(আনসারুল্লাহ স্বীকার করছে তারা হত্যাকান্ডটি ঘটিয়েছে)।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৪১
রিয়াদমিনোর০০৭ বলেছেন: হাহাহা,আপনি মুক্তমনা ২
দু:খিত,মন্তব্যের জন্য অপেক্ষায় রেখেছিলাম।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৯
রাজা মশাই বলেছেন: আবার উনার নাম অভিজিৎ হল কেন?
উনার হিন্দু বাপ-মা এই নামটা রাখছে নিশ্চয়!! হিন্দু ধর্ম ছাড়লি,নামটা চেঞ্জ করতে পারলিনা? নাম হওয়া উচিৎ মাটি,গাছ,সাগর,নদী-নালা,খাল বিল,কই মাছ রুই মাছ (সবই প্রাকৃতিক)।
তেমনি মোহাম্মদ,হোসাইন, নামধারী নাস্তিকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
আপনার কথা শুনে মনে হলো আমিও মুক্তমনা। খুবই মজা পাইলাম।
মুক্তমনা লুল।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৪২
রিয়াদমিনোর০০৭ বলেছেন: আমরা সবাই মুক্তমনা।মজা দিতে পেরে কৃতজ্ঞ।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৫১
নতুন বলেছেন: রিয়াদমিনোর০০৭ বলেছেন: আমরা সবাই মুক্তমনা।মজা দিতে পেরে কৃতজ্ঞ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৩:১৩
নীল জানালা বলেছেন: আমি হীরকমনা
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:১৪
রিয়াদমিনোর০০৭ বলেছেন: বাহ! হীরক মনা। খুবই উঁচু স্থরের কেউ একজন। ধন্যবাদ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৩:১৪
নীল জানালা বলেছেন: মাঝে মাঝে পাগলামনা বা মনা পাগলা
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:১৫
রিয়াদমিনোর০০৭ বলেছেন: এইবার কিন্তু আপনাকে প্লাটিনামে আপগ্রেড করা হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১
নতুন বলেছেন: #আমিও_মুক্তমনা