![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা Donচাবি । প্রফাইল টা পারলে এডিট করে দেন । ইরানী মাইয়া বিয়া করতাম চাই।
আমি চিন্তিত *(ফাসি কি আসলে হবে ? )
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বাংলাদেশে চলমান বিক্ষোভ দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে প্রবাসে।
যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের অপ্রত্যাশিত রায়ে হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক, টরেন্টো, স্টুটগার্ট, লন্ডন এবং মস্কোর প্রবাসী বাংলাদেশিরা।
মাননীয় প্রধানমন্ত্রী , আপনাকে বলছি আমদের মত সাধারনদের যেটা করার সেটা বোধ হয়েছে করে ফেলেছি। এবার আপনার কিছু করার বাকি ।
ওনাকে ফাসি দেওয়া ইচ্ছা না থাকলে জনগনের হাতে ছেড়ে দেন । অংশগ্রহন নেয়া প্রত্যেক জনতার শুধ মাত্র একটি করে হাতের থাপ্পর রাজাকারদের জন্য যথেস্ট।
* নবী করিম (সাঃ) জালেম ব্যক্তিদের জন্য মহান আল্লাহর কাছ থেকে হায়াত চেয়েছিলেন । আমি মহা নবীর সম পর্য়ায়ের যাওয়ার সাহস করব না। আমি সাধারন মানুষ হয়ে ওই রাজাকার গুলার ফাসি চাই।
মহান আল্লাহ এই জীবনে আপনি আমার অনেক কথা শুনছেন আরেক বার শুনলে খুশি হতাম
রিয়াদ সোহাদ
[email protected]
©somewhere in net ltd.