| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০০৭৭৭৭৭
আমি একটা Donচাবি । প্রফাইল টা পারলে এডিট করে দেন । ইরানী মাইয়া বিয়া করতাম চাই।
চীনে আছি আজকে প্রায় ৬ মাস ।আসার ১ সপ্তাহ পর আমি জ্বরে পরে থাকি। টানা ১ দিন কোন হোশ থাকেনা । তখন বুঝতে পারি বাবা-মা কত বড় । দাঁত থাকতে দাঁতের মূল্য দেই নাই। জীবনে প্রথম বুঝতে পারি জীবন মানে কি। গল্প শুরু হয় এর পরে। একদিন পর যখন হোশ পাই দেখি আমকে হসপিটালে নেওয়া হচ্ছে সাথে কি নেপালী আর ইন্ডিয়ান। কয়েকদিন পড়ে জানতে পারি আমাকে একদিন রুমের ভিতর পড়ে থাকতে দেখে কে সিনিয়ার নেপালী আমর রুমে দরজা খুলে । আমার রুমটা অনেক টা আধুনিক। ্যেমনটা সেরাটন হোটেলের মত রুম খুলতে হয় রুম কার্ড দিয়ে । তাই আমর রুম কার্ডটা ছিল আমার কাছে কিন্তু আলাদা একটা মাস্টার কার্ড থাকে *আই মানে খালা মানে মহিলা দারোয়ানের কাছে। মিথ্যা বলে নেপালী ভাইটা আমর রুমের দরজা খুলে । এর পর তো জানেন। কিন্ত এই জ্বরের জন্য আনেক টাকা হসপিটালে গুনে হইছিল বুঝতে তো পারছেন
এখানে এসে বুঝত পারি সাউথ এসিয়ান দের আচার আচারন আমদের ই মত। বিদেশ জীবনে এসে এটা শিক্ষা পেলাপ কারো কাছে টাকা ধার দিবেন না।সিনিয়র দের তো নাই................... বাকি অংশ সংবাদের পরে
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২
বেলাল তামজীদ বলেছেন: সুন্দর হয়েছে, চালিয়ে যান।