নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন পৃথিবী

অপূর্ণতায় পূর্ন

আরিফ রিজভী

অপূর্ণতায় পূর্ন।।

আরিফ রিজভী › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩২

part 01


একটু পরেই বিয়ের লগ্ন। বিয়ের
সাজে ভূমি বসে আছে। লাল বেনারসি তার
একেবারেই পছন্দ না, অভি বলেছিল নীল
শাড়িতে ভূমিকে নিয়ে আসবে তার বাড়িতে তবুও
লাল বেনারসি পড়তে হল ভূমি কে। মন্ডপের
পাশে চেয়ারে অভি বসে আছে আর স্মৃতির পাতায়
খুঁজে ফিরছে কিছুদিন আগের রঙিন স্বপ্ন
গুলোকে।।
১।। ভূমির সাথে পরিচয় আজ থেকে তিন বছর আগে।
অভি তখন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী।
নিজেকে প্রস্তুত করতে সে খুব ব্যস্ত দিন পার
করছিল। ঠিকমত ঘর থেকে বের হত না। যেই বাবার
স্বপ্ন পূরনের জন্য অভির এত চেষ্টা তার সাথেই
অভির দেখা হত না। এক দিন
সকালে এনাটমি নিয়ে ব্যস্ত অভি তখন হঠাৎ দরজায়
শব্দ। খুলে দেখে তার বাবা দাড়িয়ে....
→বাবা তুমি,কিছু বলবা??
=অফিস থেকে আজ পিকনিকে যাচ্ছে সবাই,তুই
কি যাবি আমার সাথে??
→জানই তো কয় দিন পরীক্ষা, ভাল করে পড়তে হবে..
=ঠিক আছে পর।
অভির বয়স যখন তিন বছর তখন তার মা মারা যায়।
বাবার কাছেই মানুষ। কিভাবে তার
বাবা তাকে মানুষ করেছে সেটা ভাবতে থাকে। পড়ায়
মন বসছে না। হঠাৎ করে উঠে গিয়ে রেডি হয়ে বাবার
ঘরে চলে গেল।
→চল,আমি রেডি।
= ৫ মিনিট লাগবে।
অনেকদিন পর বাবা ছেলে এক সাথে ঘুরতে যাচ্ছে।
বাবার মুখে হাসি দেখে অভির মনও খুব ভাল।
বাসে অভি বসল তার বয়সীদের সাথে। সবাই খুব
মজা করছে যদিও অভির সেদিকে নজর ছিল না হঠাৎ
একটি মেয়ের দিকে তাকিয়ে সে থমকে যায়।
ভাবতে থাকে এই কি সেই
মেয়ে যাকে দেখতে যেয়ে অভি ড্রেনে পড়ে যায়।
অভি সেদিন এতটা মুগ্ধ হয়েছিল যে কথা বলার
সুযোগ পায় নি মেয়েটার সাথে। কিছুক্ষণ
তাকিয়ে থেকে সে নিশ্চিত হল এই মেয়েটাই সেই
মেয়ে।
অল্প সময়ের মধ্যে পৌছে যাওয়ায় ছেদ পড়ল তার
ভাবনায়। সবাই বাস থেকে নেমে পড়ল। যার যার মত
সবাই ঘুরছে। অভি একা লেকের
পাশে দাড়িয়ে ছবি তুলছিল এমন সময় তাকে কে যেন
ডাকল মনে হল..
→হ্যালো নীল শার্ট!!
=অভি পাশে লেকের দিকে তাকিয়ে দেখল সেই
মেয়েটা সাথে একটা পিচ্চি।
→এই যে আপনাকে বলছি..
=আমাকে??
→এখানে তো আর কেউ নেই তার মানে আপনাকেই
বলছি,,আমাদের স্পীড বোট টা চালাতে সাহায্য
করবেন??
=আমি??
→হ্যা আপনি। আসুন না প্লিজ!!
সুযোগ টা পেয়ে অভি খুশিই হল।
মনে মনে সে মেয়েটাকেই খুঁজছিল। বোটে উঠার পর
নিশ্চুপ অভি। যাকে মনার কথা বলার জন্য ব্যাকুল
তাকে সামনে পেয়েও সে ভাষা হারিয়ে ফেলে।
→আপনি মনে হয় কথা বলতে পারেন না,যাই হোক
আমি ভূমি।
=আমি অভি। র্ভতি পরীক্ষার্থী।
→ও.. আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে।
=আপনার একটা ছবি তুলতে পারি?
→আপনাকে বোট চালানোর জন্য তুলছি, ছবি তোলার
জন্য না।
=আচ্ছা ঠিক আছে।
→কি ঠিক আছে??
= কিছু না
→হুম সব ঠিক আছে,ছবি তুলুন।
=ধন্যবাদ
→আপনি মেয়েদের মত আস্তে কথা বলেন কেন?
=না মানে। আমি এরকমই।
→ঐ জন্যই তো সেদিন
আমাকে দেখতে যেয়ে ড্রেনে পড়ে গেছিলেন।
=আপনি জানেন???
→ হুম। আমাকে দেখতে যেয়ে কেউ
পড়ে গেছে সেটা না জানলে কি হয়,আর হ্যা শুধু
জানি না দেখেছি।
কথা গুলো বলে হাসিতে ফেটে পরে ভূমি। অভির
ইচ্ছা করছিল ওখান থেকে বাতাসে মিলিয়ে যেতে।
কিন্তু সব কিছুই সহ্য করতে হয়।বাকিটা সময় চুপচাপ
কেটে গেল। বোট থেকে নেমে সবাই চলে গেল
সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে।
বিকেলে অভি ভূমিকে ডাকে
→ভূমি তোমার সাথে কিছু কথা আছে,
এদিকে আসবা??
=ঐ এত দ্রুত তুমিতে নেমে গেছ..
→হুমম।।।আসলে আমি তোমাকে ভালবাসি।
=তো??
ভূমির কথাটা শুনে সে নিশ্চুপ হয়ে যায়
তাকিয়ে থাকে নিচের দিকে..
→এই যে নিচের দিকে কি??ঐটাও ভূমি তবে আমি না,
আমার দিকে তাকাও..
=কি??
→কি মানে বোঝ না??
=না
→তাহলে বোঝা লাগবে না..
=কেনো??বোঝাও না তুমি
→ আই লাভ ইউ
=সত্যি??
→না মিথ্যা..
=এমন কর কেনো??
→কেমন??
=আরেক বার আই লাভ ইউ বল না..
→আমার বয়েই গেছে........
সেদিনই শুরু দুজনের সুখের দিনের..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.