| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে আবার
শেখালে কেউ কারো না।।।।
একটা ডায়ালগ খুব মনে পড়ছে আজ,,,,, _
যখন তোমার কেউ ছিল না, আমি ছিলাম সব
আজ তোমার সব আছো, আমি হলাম পর।।
এতদিনের সর্ম্পক টা তোমার কাছে মূল্যহীন কিন্তু
আমার কাছে তো ছিল অনেক মূল্যবান।। হয়ত আজ
তোমাকে দেখার অনেক মানুষ আছে তাই আমার
কোন প্রয়োজন নেই। কিন্তু আমার
তো তোমাকে প্রয়োজন ছিল।
চেয়েছিলাম তো খড়কুটোর মত
তোমাকে আকড়ে ধড়ে বাঁচতে, সেটাও
কেড়ে নিলে। কেড়ে নেওয়াটাই তো তোমার
কাছে স্বাভাবিক।। আসলেই তো দুঃখের নীল
সাগরে ভেসে বেড়ানোর থেকে ডুবে যাওয়াটায়
ভাল হবে। ডুবন্ত প্রায় মানুষের বেঁচে থাকতে হয়
না, না হয় বেঁচে থাকার স্বপ্ন দেখতে। কিন্তু
আমি যে তোমাকে ঘিরে বাঁচতে চাই।।
ভাল থাকিস তুই।।।
©somewhere in net ltd.