| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব : ১
রাত তিনটা।
→ হ্যালো, রাজ..
=হুমম বল।
→কোথায় তুই??
=রাত তিনটা বাজে, কোথায় থাকতে পারি বল..
→বাসায় না??
=না, আমি আফ্রিকার জঙ্গলে বসে আছি।
→ ওখানে কি কাজ তোর? দ্রুত বাসায় চলে যা।
=তোর বিয়ে দেখছি, বিয়ে শেষ হয়লেই চলে যাব।
→ আরে ধুর, আমার বিয়ে তো কালকে রাকিবের সাথে।
= এত রাতে ফাজলামি না করলে কি হয় না?? আমাকে একটু ঘুমাতে দে।।
→ ঘুমাবিই তো তবে কথা গুলো শুনে নে, আমার বিয়ের সব কাজ তো তোকেই করতে হবে।।
= দ্রুত বলে ফোন রাখ।
→আমি আর রাকিব ভেবেছি কালকে আমরা বিয়ে করব কারন বিয়ে হয়ে গেলে বাড়ি থেকে মানতে বাধ্য.. ভাল প্লান তাই না??
=আর কিছু বলবি??
→হ্যা, এখনো তো শেষ হয় নি.. কালকের অনেক কাজ আজ বিকালেই সেরে ফেলব আমি আর রাকিব আর হ্যা সাথে তোকেও থাকতে হবে। এ কথা বলার জন্যই ফোন করছি।
= আচ্ছা এখন রাখ।
কথাটা বলে রাজ নিজেই ফোনটা কেটে দিল। অনুর সাথে রাজের পরিচয় আজ থেকে তিন বছর আগে। প্রথম দেখাতেই রাজ অনুর প্রমে পড়ে যায়। মেয়েটা র্স্বগের অপ্সরীদেরর মত না হলেও তার মুখে যতটা মায়া আছে সেটা পুরো পৃথিবীর সব মায়াকে হার মানাবে। যদিও পরিচয় থেকে পরিনয় পর্যন্ত তাদের যাওয়া হয় নি, বন্ধুত্বতেই আটকে গেছে। রাজ অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সেটা কখনও বোঝা হয় নি অনুর।
কিছুদিন আগে হঠাৎ অনু এসে রাজকে বলল তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে.. শ্বাসরুদ্ধকর অবস্থায় রাজ বলল
→হ্যা বল
= রাকিব না আমাকে প্রোপজ করেছে.
→তুই কি বলেছিস??
=আমি না ওকে হ্যা বলে দিছি।
কথাগুলো বলেই অনু চলে যায় আর কেড়ে নিয়ে যায় রাজের মনের ক্যানভাসে আঁকা তাকে নিয়ে সমস্ত রঙিন স্বপ্ন গুলোকে।। রাজ ওখানে দাঁড়িয়ে থাকে অনেক সময়, চলার মত সব শক্তিই যে শেষ হয়ে যায় আর যে তাকে পুড়তে হয় স্বপ্ন ভাঙার জ্বালায়।
২|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
আরিফ রিজভী বলেছেন: ![]()
![]()
৩|
২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন:
এইডা কোন কথা হইলো প্রপোজ করলো আর হ্যা কইয়া দিল লগে লগে?
এই মাইয়া সস্তা মাইয়া ছিলো। মন খারাপের কিছু নাই।
৪|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৭
আরিফ রিজভী বলেছেন: প্রত্যেকের কাছে তার ভালবাসার মানুষ তো অনেক দামী।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
নিয়ামুল ইসলাম বলেছেন: