নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন পৃথিবী

অপূর্ণতায় পূর্ন

আরিফ রিজভী

অপূর্ণতায় পূর্ন।।

আরিফ রিজভী › বিস্তারিত পোস্টঃ

চোকার্স দক্ষিন আফ্রিকা

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৭

প্রোটিয়া রূপকথা আর লেখা হল না। গ্যারি ক্যারেস্টেন, ডোনাল্ড, শন পোলক, জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথের পর ব্যর্থ আব্রাহাম বেন্জামিন ডি ভিলিয়ার্স।

১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত
সেমি-ফাইনালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা
হারে। ১৩ বলে ২২ রানের প্রয়োজন হলেও এ পদ্ধতির
কারণে বৃষ্টি শেষ হলে জয়ের জন্য তাদের
লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১ বলে ২২ রান।

১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকা গ্রুপে ১ম হয়ে
কোয়ার্টার ফাইনালে পৌঁছে। কিন্তু কপাল বেশি কিছু করতে দেয় নি ওখানেই শেষ।

১৯৯৯ সালের
বিশ্বকাপে সুপার সিক্স ম্যাচের শেষ খেলায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয় গিবস সহজ ক্যাচ ফেলে। আর সেমিতে সেই অস্ট্রেলিয়ার সাথেই টাই করে ক্লুজনারের ভূতুরে দৌড়ে।

২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে স্বাগতিক দেশ
হিসেবে দক্ষিণ আফ্রিকা বৃষ্টিবিঘ্নিত খেলায়
জয়লাভের জন্য কত রান করতে হবে তা জানতে
ব্যর্থ হওয়ায় গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেয়।

২০০৭ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৪৯ রানে অল-আউট
হয় । ফলে, অস্ট্রেলিয়া খুব সহজেই ৭
উইকেটে জয়ী হয়। সেরা দলগুলোর একটি
হয়েও বিশ্বকাপ জয় হয়নি সেবার।

২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়
যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের ১০ম
আসরে বি গ্রুপে প্রতিটি দলকেই তারা অল-আউট
করে। কিন্তু কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে
ব্যাটিংয়ে ধ্বস নামে এবং ৬৮ রান নিতেই তারা ৮
উইকেট হারিয়ে ফেলে। ফলে, নিউজিল্যান্ড দল
জয়ী হয়। আবার স্বপ্ন ভাঙে।

২০১৫,আজ ভিন্নতার আশায় ছিল সবাই। কিন্তু না এবারও একই কাজ।জন্টি রোডস এর উত্তরসূরীরা বাজে ফিল্ডিং এর নিদর্শন দেখিয়ে গেলো আর বৃষ্টি সে তো আফ্রিকার সাথে লেগেই আছে। চোকার্স শব্দাটাও পিছু ছাড়তে চাই না তাই আবারো পুড়তে হলো স্বপ্ন ভাঙার যন্ত্রণায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০২

নিজাম বলেছেন: দুর্ভাগ্য দক্ষিণ আফ্রিকা।

২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

আরিফ রিজভী বলেছেন: আসলেই দুর্ভাগ্য।।তা না হলে প্রতিবার বিশ্ব সেরা দল নিয়ে এসে খালি হাতে ফিরতে হয় না।

৩| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫

পৃথিবীর আলো বলেছেন: ও এবি মানে আব্রাহাম বেন্জামিন????

আমি তো এতদিন ভাবতাম আবু বক্কর ডি ভিলিয়ার্স ... :P :P :P

৪| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৯

আরিফ রিজভী বলেছেন: আমার জানা মতে তো আব্রাহাম বেন্জামিন। :-D:-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.