নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিক ও লেখক

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

সব মেয়েদেরই ঠোঁট সুন্দর! ;)

১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬

এই পোস্টটা কেন লিখলাম কোন

ব্যাখ্যা দেবো না।



কথাগুলো অশ্লীলাতার আওতায় পড়ে কিনা,

তাও ভেবে দেখার প্রয়োজন মনে করি নি।



শুধু চেষ্টা করেছি একটি

সত্যি কথাকে উপস্থাপন করার।



সত্যি কথাটি কেন বললাম তাও যে

ভেবে বলেছি তা কিন্তু নয়!



শুধু বলতে চেয়েছি

সব মেয়েদেরই ঠোঁট সুন্দর!

মন্তব্য ১০৫ টি রেটিং +১২/-১২

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮

আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: অনুরূপভাবে মাইরা কইবো সব পোলার ঠোট সুন্দর.......বিড়ি ফুকা কালা ঠোটেও.....

২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২১

রাকিব বলেছেন: নাহ..এটা সত্য কথা নয় রিজভী। আমার এক বান্ধবীর ঠোঁট অসুন্দর।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২২

ফটোওয়ালা বলেছেন: ....hu!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪

রিজভী বলেছেন: আলেকজান্ডার ডেনড্রাইট @ তাই নাকি?

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬

রিজভী বলেছেন: রাকিব @ তোর আবার বান্ধবী আছে নাকি?
তা বান্ধবীর নাম কি?

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬

আনন্দময় বলেছেন: এটা নিভর্র করে আপনি এটাকে কিভাবে দেখছনে তার উপর।সুন্দর দৃষ্টিতে দেখলে সব সুন্দর লাগে।চালিয়ে যান।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

রিজভী বলেছেন: ফটোওয়ালা @ বুঝলাম না।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

রাকিব বলেছেন: এটা তোকে ফোনে জানাব।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৯

জোনাকি বলেছেন: সুন্দর না হইয়া কই যাবে?
সারাদিন তো আয়নার সামনে বইসা ডং করে আর লিপিস্টিক ঘসে! এইডাই তো মেইন কাজ!!

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১

ইলা বলেছেন: সুন্দর দৃষ্টিতে দেখলে ছেলেদের ঠোঁটও ভাল দেখায়। তবে বিড়ি ফোকা ঠোট ভাল লাগে না।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫

মনের কথা বলেছেন: আমার ঠোটের ছবি তুইলা একটা পোস্ট দিমু নাকি..... দেখি কোন কোন সুন্দরীর ভাল লাগে!!

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫

রিজভী বলেছেন: জোনাকি @ জীবন থেকে বলছেন?

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬

রিজভী বলেছেন: ইলা @ একমত।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯

অন্যরকম বলেছেন: জোনাকি @ জীবন থেকে বলছেন?
@ইলা... আমি বিড়ি ফুকি না!!!

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১

জোনাকি বলেছেন: একদম গোপন সত্য বলতেছি!
যদিও মেয়েরা নিজে থেকে স্বিকার করে না।
কিন্তু আমি আবার মিথ্যা বলতে পারি না।
তাই বলে দিলাম!!

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২

রিজভী বলেছেন: অন্যরকম @ তো?

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২

মাথামোটা বলেছেন: প্রেমিকা তো এই আছে এই নাই
এই বিড়িই চাইলেই পাওয়া যায়।
জীবনে সিগারেটেয়া চেয়ে আপন আর কিছু আছে?

আর বিড়ি না খাইলে তো ভাতই খাইতাম না।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬

শাহানা বলেছেন: নির্ভর করে কে দেখছে....

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮

জোনাকি বলেছেন: আপনার মাথা তো এই জন্যই মোটা!
সিগারেটরে কই আপন বেটা!
হইবে যখন বেথা!
বুঝবেন তখন কত মজা!

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১

অন্যরকম বলেছেন: সবাইরে জানায়া রাখলাম@ রিজভী

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪

সুধারাম সাধু বলেছেন: আমি তিনটি মেয়েকে চিনি
যারা গঁাজা খায়...
তো ?

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০২

সাদাকালোরঙিন বলেছেন: মেয়েদের খালি ঠোট না সবই সুন্দর ....... হে: হে: হে: ......লুইচ্চা বাংগালী......

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬

সালাউদ্দিন সেলিম বলেছেন: এটাও কি অ্যানথ্রোপলজির বিষয় নাকি?
নাকি কাউকে পটানো হচ্ছে?

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬

রিজভী বলেছেন: সাদাকালোরঙিন @ খারাপ কমেন্ট করলে মুছে দেবো কিন্তু!

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১০

রিজভী বলেছেন: সেলিম ভাই কেমন আছেন? বহুদিন পর! আপনার মোবাইল নাম্বার হারিয়ে ফেলায় যায়যায়দিনে আপনার উপর লেখা যাবার পরও কনটাক্ট করতে পারি নাই। আমার মেইলে আপনার ফোন নাম্বার পাঠান।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬

প্রচেত্য বলেছেন: আমি তো চোখ সুন্দর, চোখে চাহনিগুলো যেন এক একটা .............
অনেক কিছু বলতে হবে ........

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১

রিজভী বলেছেন: সেলিম ভাই ব্লগে কখনোই ফোন নাম্বার দেবেন না। আপনার নাম্বার সেইভ করে কমেন্টটা মুছে দিলাম।

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০

সোমেশ্বর অলি বলেছেন: নেই কাজ
তাই খই ভাজা? তবু ৫

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০

তানভীর তুিহন বলেছেন: কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দে কেন মন
সব সুন্দর ই তো সুন্দর যদি হয় মনটা সুন্দর ।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২

রিজভী বলেছেন: সাম্প্রতিক ব্লগ দেখেছেন :

নাজিরুল হক
সিমন
তানভীর তুিহন
রকি ভাই
ভূডু
আমি সাগর

-এদের কোন ভাই পোস্টটাতে না বলে ১ দিলেন?

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২

নাজিরুল হক বলেছেন: অসত্য কথা। আমি অনেক মেয়েকে দেখেছি তাদের ঠোট সুন্দর না।

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩

রিজভী বলেছেন: সোমেশ্বর অলি @ থ্যাংকস্।

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: জ্ঞানী বোলগার,জ্ঞান দেখি উথলাই পড়তাছে!
তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন:

আমি কোনো দিন বিড়ি টানি নাই, গান্জ্ঞা তো বহুত দূরের ব্যাপার, মাগার আমার বন্ধু বান্ধব গো কথা বাদ দেই, কাজিনগো কথা বাদ দেই, অফিসের কলিগগো কথা বাদ দেই(ধইরা নিলাম তারা শয়তানী করে), নতুন পরিচিত হইলাম এক মাইয়ার সাথে সে আমারে বললো,"আপনি কি এখন সিগারেট কিনবেন?"

আমি দুঃখে কইলাম, "আমার সামনে কেউ বিড়ি টানতে পারতো না, আর আপনি কন আমি বিড়ি টানুম, আমি আপনের লগে যামু না!"

মাইয়াটাও কইলো, "আচ্ছা খোদা হাফেজ।"

সকল জ্ঞানীরা জবাব দেওওওওওওওওও!

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

অন্যরকম বলেছেন: কই যাওনের কতা আছিল??? ;-)

৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

রিজভী বলেছেন: নাজিরুল হক @ এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার।

৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬

তাহসিন আহমেদ বলেছেন: রিজভী ভাই। আপনি সব মেয়ে কি দেখে ফেলেছেন?
বেশি বেশি হয়ে গেল না?

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬

রিজভী বলেছেন: উদাসী স্বপ্ন @ দুঃখ পাইলাম। তবে আপনি কিন্তু দারুণ হ্যান্ডসাম (আপনার ছবি দেখে বললাম)।

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইরে আপনি পোলা, যদি আপনি মাইয়া হইতেন। যাই হোক দুঃখ ভরা ধইনা পাতা!

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮

রিজভী বলেছেন: ইনতু @ হয়তো বেশি!

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬

জোনাকি বলেছেন: এখনও কাহিনি শেষ হয় নাই?

৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২

চতুরভূজ বলেছেন: কথা সত্য। বেশিরভাগ মেয়েদের ঠোঁট সুন্দর।

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩

সুধারাম সাধু বলেছেন: ওয়েলকাম জোনাকি
ফিরে আসলেন নাকি?

৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯

রিজভী বলেছেন: জোনাকি @ আপনার প্রোফাইলের ছবিটা কার?

৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০

জোনাকি বলেছেন: হ্যা সাধু।
আপনার জরিনার কাহিনি কি শেষ হইছে?

৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

জোনাকি বলেছেন: @রিজভী
আমার প্রফাইলে আমার ছাড়া কার ছবি থাকবে?
ভাই ঐ টা আমার ছবি!!

৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪

সুধারাম সাধু বলেছেন: না;

৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২

রিজভী বলেছেন: জোনাকি @ আমার সন্দেহ আছে!

৪৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩০

তানভীর তুিহন বলেছেন: রিজভী আপনি কি সন্দেহ বাজ লোকদের একজন আপনার কথায় সব সময় সন্দেহ সন্দেহ ভাব আছে । আমার তো মনে হয় আপনার প্রফাইলে আপনার ছবি না । এটা কি হাছা কথা ?

৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬

জোনাকি বলেছেন: @রিজভী
কেন কেন? সন্দেহর কি হয়ছে? কারন টা কি জানতে পারি?

৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৫

রিজভী বলেছেন: তানভীর তুিহন @ আমার ছবি শিউর হতে পারেন এখানে ক্লিক করে
!

৫১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৮

রিজভী বলেছেন: জোনাকি @ আমি শতভাগ শিউর এটা কোন ছেলের নিক!

৫২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮

প্রান্তর বলেছেন: ১ দিলাম।

৫৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫

তানভীর তুিহন বলেছেন: রিজভী আমি দুখিত আপনাকে সন্দেহ করার জন্য আসলে আপনার সাথে ফাজলামো করলাম আর কি ..................

৫৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬

রিজভী বলেছেন: প্রান্তর @ ক্যান বাবা? আর পোস্ট চোখে দেখো না?

৫৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭

রিজভী বলেছেন: তানভীর তুিহন @ Thats OK..

৫৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০০

প্রান্তর বলেছেন: চোখ উটছে।

৫৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:০৬

জোনাকি বলেছেন: আপনে বুঝলেন কেমন করে?
এই টা ছেলের নিক?
আপনি বিশ্বাস না করলেতো আর আমি হালের গরু বেচে বিশ্বাস করাতে পারবোনা,তাই বিশ্বাস করারও দরকার নাই!!

৫৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪

রিজভী বলেছেন: জোনাকি @ ভাইরে, জীবনে তো আর কম ছেলে-মেয়ে দেখলাম না!

৫৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪

মাথামোটা বলেছেন: চতুরভূজ তুমি ও কি আমার মত বিড়ি, হিরু আর ডাইল খাও?

৬০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৬

জোনাকি বলেছেন: বুঝিলাম!
এই জন্য বুঝি এখোন কোনটা মেয়ে আর কোনটা ছেলে বুঝে উঠতে পারেন না

৬১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২

মাথামোটা বলেছেন: সবাই ব্লগার। কোনটা মেয়ে আর কোনটা ছেলে এসব ফালতু কথা না তোলাই মনেহয় ভাল।

৬২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫

জোনাকি বলেছেন: ঠিক কথা মাথামোটা!!

৬৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪০

মাথামোটা বলেছেন: উনি মনে হয় শিওর হওয়ার জন্য তোমার ফোন নং চায়।

৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭

মাথামোটা বলেছেন: মনেহয় এখন রিজভী ভাই আমারে ব্যন করে দিবেন।

৬৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১০

চতুরভূজ বলেছেন: @মাথামোটা
আমি আপনার মত না। আমার আবার গন্জীকা ছাড়া আয়েশ আসেনা!
P:S এত লোক থাকতে চতুরভূজরে নিয়া মোটা মাথা ঘামান ক্যান?

৬৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪

মাথামোটা বলেছেন: তোমার ছবি টা কি তোমার প্রেমিকার?

৬৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫

জোনাকি বলেছেন: হাহাহা
যানি যানি সবই যানি
এই সব পলাপাইন আজ ও বুঝলোনা এই সব পুরানা হয়ে গেছ । নতুন কিছু বের করেন!

৬৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭

মাথামোটা বলেছেন: কও তো রাজ গানজা বানায় কেমনে?
পাতা কটুক আর তামাক কটুক?

৬৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২১

মাথামোটা বলেছেন: ৥জোনাকি - রিজভী ভাই লগ ইন করলে আমাকে ব্যন করে দেবে। দিলে তুমি আমার জন্য রিকোয়েষ্ট কইর।

৭০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩

জোনাকি বলেছেন: মাথামোটা ডর নাই
মুই আছি
বেশি পট পট করলে
জবাই দিয়া দেব!
আমারে তো চিনেনা

৭১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭

নাজিরুল হক বলেছেন: বুঝছি চট্রগ্রামের ট্রেইন এখন সিলেট চলে যাচ্ছে।

৭২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০

নাজিরুল হক বলেছেন: হায় হায় কয় কি! আজ কাইলকার মাইয়ারা তো খতরনাক।

৭৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০

চতুরভূজ বলেছেন: আমারে মাথামোটারা গান্জা বানাইয়া দ্যায়, নিজে বানাইয়া খাইতে মজা নাই।

৭৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪২

মাথামোটা বলেছেন: তুমি খাইলে কইও আমি গান্জার এলাকার লোক।
সিরিআস।
সামঃ ইনঃ এর সকল বগলার ভাইদের আসরে সুসাগতম।

৭৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮

তানভীর তুিহন বলেছেন: মাথা মোটা একদিন আমার কাছে আসেন কি ভাবে গান্জা বানাইতে হয় হাতে কলমে শিখামু

৭৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২০

রিজভী বলেছেন: মাথামোটা @ ব্যান খাবার ভয় কেন? ব্যান খাবার মতো কাজ করেছো নাকি?

৭৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০

মাথামোটা বলেছেন: আপনার লেখা ভাল লাগে। কিন্তু আপনিতো শধু ব্যান করার ভয় দেখান।
১ বার করেছিলেনও।

৭৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪

মাথামোটা বলেছেন: ৥তানভীর তুিহন - তুমি তো এখনও নাবালক। নিজের নাম ই ভুল লিখ। তোমারকে এই পোষ্টে কিছু কমু না। রিজভী ভাই রাগ করব। তবে মনে রাইখো পাওনা থাকলা।

৭৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৭

রিজভী বলেছেন:

৮০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬

মাথামোটা বলেছেন: আপনের অফিসে কোন কাজ নাই?
শফিক নানা রে কইতে হইব!!!

৮১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭

তানভীর তুিহন বলেছেন: রিজভী ভাই সাংবাদিকতা করতে চাইলে কি ভাবে শুরু করতে হবে । জানালে খুশি হব ।

মাথা মোটা সাবালক হতে হলে কি প্রমান দিতে হয় ?

৮২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১১

মাথামোটা বলেছেন: ১. আগে নিজের নিক এর বানান ঠিক কর।

৮৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২০

রিজভী বলেছেন: মাথামোটা @ আমি কখনো কাজে ফাঁকি দিয়েছি, কেউ বলতে পারবে না।

৮৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪

রিজভী বলেছেন: তানভীর তুিহন @ আগে ঠিক করুন আপনার ইন্টারেস্টের বিষয়। তারপর রিলেটেড বিষয়ে বিভিন্ন পত্রিকা বা ম্যাগাজিনে লেখালেখি শুরু করে দেন। এক্সপেরিয়েন্স সঞ্চয় করুন। এভাবেই শুরুটা করুন। আর কখনোই হতাশ হবেন না, লেগে থাকবেন।

৮৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫

তানভীর তুিহন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার পরামর্শের জন্য ।

৮৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮

তানভীর তুিহন বলেছেন:
এটা যে ইচ্ছে করে ভূল করা এটা বুঝলে তো আর মাথা মোটা হইতা না ।

৮৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮

মাথামোটা বলেছেন: আমার পরামর্শের জন্য ধন্যবাদ তো দিলানা।

৮৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫

মাথামোটা বলেছেন: ভুল করছ আবার বল ইচ্ছে করে ভূল করা।
আচ্ছা পারলে ঠিক কর।

ছাগলামি কম কর। আমি খেপলে কিন্তু খবর আছে।

৮৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০

ত্রিভুজ বলেছেন: রিজভী ভাই সম্প্রতি প্রেমে পড়েছেন মনে হচ্ছে..

৯০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৪

নাট_বল্টু বলেছেন: না রে ভাই সবার ঠোঁট সুন্দর না

৯১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫

তানভীর তুিহন বলেছেন: মাথা মোটা তুমি আমার পিছে লাগছ কেন । আসলে আমি তো তোমাকে কিছু বলিনি । আসলে কিছু লোক থাকে যাদের কাজ অন্যের পিছূ লাগা তুমি কি তাই ? আমার তো মনে হয় তুমি সেই রকম না তবে লোকে তো মনে করবে তুমি তাই কারন .......................

৯২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪

রিজভী বলেছেন: ত্রিভুজ ভাই @ প্রেমে ডেইলিই তো পড়ি!

৯৩| ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:১২

বিবেক সত্যি বলেছেন: ডেইলি কার প্রেমে পড়েন ? .....

৯৪| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১০

রিজভী বলেছেন: একজন নারে ভাই, যাহা দেখি তাহাই ভালো লাগে! @ বিবেক সত্যি।

৯৫| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০

প্রশ্নোত্তর বলেছেন: চতুরভূজের ঠোঁট আমার ভাল লাগে (লাগতো আরকি, জানার পরে মনে হয় বদলেছে! হা হা হা)!

@চতুরভূজ, বিপাশার ঠোঁটের মত!

৯৬| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৫

স্বাধীন বাংলা বলেছেন: আপেক্ষিক বিষয়

৯৭| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭

স্বাধীন বাংলা বলেছেন: লিপস্টিক সহ না ছাড়া???

৯৮| ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

প্রশ্নোত্তর বলেছেন: @স্বাধীন বাংলা, দুষ্ট ছেলে! এটাও জানো না! নিম্নোক্ত পরিস্থিতিতে লিপষ্টিক সহ, নচেত ছাড়াঃ

রিজভী বলেছেন :
২০০৭-১১-০৬ ১৭:১০:২৫
একজন নারে ভাই, যাহা দেখি তাহাই ভালো লাগে!

৯৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫০

আজন্ম সুখী মানুষ বলেছেন: মেয়েদের ঠোঁট নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে...

সেই কথাটা কি আমি এখানে বলবো???

১০০| ২২ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৭

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
রিজভী বলেছেন: জোনাকি @ আমি শতভাগ শিউর এটা কোন ছেলের নিক!

চ্যাটে আসো রিযভী- কত দিন দেকিনা।

১০১| ২২ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৩

গিফার বলেছেন: হাহাহাহা হুমম তবে কিছু কিছু সবার নাহ...

১০২| ১৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৬

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: দোস্ত, তুই তো ভাইলোক রে.....................................


পোস্ট দেয়ার আর বিষয় পাস না??????
ভালো থাকিস।

+

২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:২০

রিজভী বলেছেন: হ। :)

আইচ্ছা। ;)

১০৩| ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯

নীল পরী বলেছেন: ভালোই বলেছেন........ হাঃ হাঃ হাঃ..........

পোস্টে + দিলাম। :)

২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

রিজভী বলেছেন: Thanx...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.