নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance media worker & professional journalist.

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

"মাল্টি জিনিয়াস" (৩৫০তম পোস্ট উপলক্ষে একটি রম্য কাহিনী)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৮

মামার মন খারাপ। চায়ের কাপ সামনে রেখে শেষ বিকেলের আকাশের দিকে এক দৃষ্টিতে উদাস তাকিয়ে। বুঝলাম আবারো হয়তো কারো সাথে তার ব্রেকআপ হয়েছে। কিন্তু মামা তো ব্রেকআপে এতটা উদাস কখনো হয় না! কারণ ব্রেকআপের লোড যাতে হৃদয়ে বেশি না পড়ে তাই সাবধানতার জন্য তিনি সব সময় একই সঙ্গে তিনটা প্রেম করেন। যাতে একজন গেলেও আরো দুজন থাকে!

যাই হোক, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, 'মামা, এবার কে গেল?'

মামা বেদনা কাতর হয়ে বললেন, 'কে না, বল কারা?'

- মানে?

- মানে এবার একই সাথে দুজনের সঙ্গে ব্রেকআপ হয়েছে!

- বলো কি!

- তো আর কি বলছি?

- একজনের সঙ্গে না হয় মানা গেল, কিন্তু তাই বলে একই সঙ্গে দুজনের সাথে কিভাবে ব্রেকআপ সম্ভব?

- শোন তাহলে, রিনার ম্যাসেজ ভুলে লিনাকে সেন্ড করেছি। ব্যস, ফিরতি ম্যাসেজেই লিনা গুডবাই জানিয়ে দিলো।

- লিনা না হয় গেল বুঝলাম, কিন্তু রিনা আর সাথী তো থাকলো। তাহলে ব্রেকআপ হলো আর কার সাথে?

- (কাঁদো কাঁদো মুখে) ওটা তো আরো মর্মান্তিক রে! সাথীও আমার মতোই ডাবল প্রেম চালিয়ে যাচ্ছিলো। হঠাৎ তার মনে হলো, আমার চেয়ে তার অন্য প্রেমিকই বেশি স্মার্ট। ব্যস, খেল খতম।

- থাক, দুঃখ কইরো না মামা। এই রকম দুইটা গেছে তো কি হয়েছে, আরো চারটা আসবে!

- (গম্ভীর হয়ে) হুম, তা তো আসতেই হবে। নইলে মাত্র একটা প্রেম করা তো মারাত্মক রিস্কের ব্যাপার!

- (মাথা ঝাঁকালাম) তা ঠিক, তা ঠিক। তা মামা, তোমার একই সাথে তিনটা প্রেম করার মাহাত্ম্য একটু বুঝিয়ে বলবে?

- আরে ব্যাটা, প্রেম কি সবাই করতে পারে নাকি? সবাই প্রেমে পড়ে। কিন্তু ক'জন প্রেম করতে পারে?

- (আবারো মাথা ঝাঁকিয়ে) তা ঠিক, তা ঠিক।

- শোন, প্রেম একমাত্র জিনিয়াসরাই করতে পারে। কারণ প্রেমের মতো এতো জটিল একটা ব্যাপারকে হ্যান্ডেল করা সবার কম্ম নয়। প্রেম যদি সহজই হতো তবে দেবদাসরা মদ বাদ দিয়ে ঘরে বসে হরলিক্স খেত।

- (আমতা আমতা করে বললাম) সে না হয় বুঝলাম, কিন্তু ডাবল-ট্রিপল প্রেমের কাহিনী তো বুঝলাম না।

- আরে গাধা, এখন যে যুগ পড়ছে তাতে করে ঘরে ঘরে তো জিনিয়াস জন্মাচ্ছে। সুতরাং মাল্টি জিনিয়াস হওয়া ছাড়া একটা জিনিয়াসের কোন খাওয়া নাই। তাই মাল্টি জিনিয়াস হওয়ার ম্যারাথন দৌড়ে সামিল হয়েছি। বুঝলি?

..... বুঝেই হোক আর না বুঝেই হোক আপনা-আপনি মাথা ঝাঁকিয়ে বুঝতে পারার সম্মতি জানালাম। কিন্তু মাথার মধ্যে মাল্টি জিনিয়াসের ধাঁধাটা থেকেই গেল!





[পুরো ঘটনাটাই কাল্পনিক, নিজের জীবনের সঙ্গে কেউ কোন মিল খুঁজে পেলে তা নিছকই কাকতালীয় বলে গণ্য হবে!]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:০১

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পর লিখলেন। ৩৫০ তম পোস্টে অভিনন্দন।

২| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩২

গোবর গণেশ বলেছেন: মাল্টি জিনিয়াস!! জিনিয়াস কিনা জানিনা, তবে এরকম হয়।

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৪৬

আরজু পনি বলেছেন:

৩৫০ তম পোস্ট!!! B:-)

অভিনন্দন নিন।!:#P

৪| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইখতামিন বলেছেন:
ভাই.
৩৫০ তম পোস্টে অভিনন্দন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.