নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদ জাগা এক জোসনা রাতে
বিরহী পাখির গানের সুরে,
নীল জোসনার আবেশ মেখে
স্বপ্ন ছুঁয়েছি তোমার সাথে।
ভুলিনি আমি তোমায়
ভুলে যাইনি কখনো,
ভুল ভেবে যাও যদি
ভালোবাসবো তখনো।
খেয়ালী হয়েছো, ভুল হৃদয়ে
মন তুমি বেঁধে, রাখো কি,
স্মৃতির পাতায়, অজানা পথে
জোনাকী আলো, দেখো কি।
ফেরারী সময়, অচেনা হলে
আবেগী স্রোতে, ভাসো কি,
শ্রাবণ মেঘের, সজল চোখে
মনের প্রদীপ, জ্বালো কি।
----------------------------------------------------------------
গান: ভুলিনি আমি তোমায়
অ্যালবাম: দরদিয়া (প্রকাশ: ২০ জুলাই, ২০১৩)
শিল্পী, সুরকার ও কম্পোজার: এফ এ সুমন
গীতিকার: রেজাউর রহমান রিজভী
ডাউনলোড লিংক: ভুলিনি আমি তোমায়
----------------------------------------------------------------
©somewhere in net ltd.