নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance media worker & professional journalist.

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

আমার মা সবচেয়ে সুন্দর

১২ ই মে, ২০১৪ রাত ১:১৬

৪ বছরের একটি মেয়ে মেলায় গিয়েছে মায়ের সঙ্গে। হঠাৎ ভীড়ের মধ্যে মেয়েটি তার মাকে হারিয়ে ফেলে। অচেনা পরিবেশে মাকে হারিয়ে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে মেয়েটি। 'মা' 'মা' করে অঝোর ধারায় কাঁদতে থাকে সে। তার কান্না দেখে এক পুলিশ অফিসার এগিয়ে আসেন। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন তার মায়ের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা প্রভৃতি। কিন্তু মেয়েটি কিছুই বলতে পারে না। সে কেবলই 'আমি মায়ের কাছে যাবো', 'আমি মায়ের কাছে যাবো' বলে কাঁদতে থাকে। পুলিশ অফিসারটি তখন মেয়েটিকে কোলে নিয়ে মেলার কন্ট্রোল রুমে যান। সেখান থেকে তিনি মেয়েটি হারানোর খবরটি মাইকিং করেন। কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কেউ মেয়েটিকে নিতে আসে না। তখন পুলিশ অফিসারটি মেয়েটিকে জিজ্ঞেস করেন, 'আচ্ছা মামনি, তোমার মা দেখতে কেমন?' মেয়েটি তড়িৎ জবাব দেয়, 'আমার মা খুব সুন্দর।' এ কথা শুনে পুলিশ অফিসারটি মেয়েটিকে নিয়ে বেশ সুন্দরী এক মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, 'দেখতো মামনি, ইনি তোমার মা কিনা?' মেয়েটি ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, 'না, আমার মা আরো সুন্দর।' এরপর পুলিশ অফিসারটি আরেকজন সুন্দরী মহিলার কাছে নিয়ে তাকে একই প্রশ্ন করেন। কিন্তু মেয়েটি আরো জোড়ে কেঁদে উঠে বলে, 'না, আমার মা আরো বেশি সুন্দর।' এরপর পুলিশ অফিসারটি খুবই সুন্দরী এক মহিলার কাছে নিয়ে তাকে আবারো একই প্রশ্ন করেন। তখনো মেয়েটি না-সূচক মাথা নেড়ে বলে, 'আমার মা সবচেয়ে সুন্দর।' এমন সময় শ্যামলা বর্ণের অগোছালো এক মহিলা দৌড়ে এসে মেয়েটিকে পুলিশ অফিসারের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিজের কোলে নিয়ে পাগলের মতো আদর করতে শুরু করেন। মেয়েটিও তাকে 'মা' বলে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর মিষ্টি একটি হাসি দিয়ে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলে, "দেখেছো, আমার মা কত্ত সুন্দর!"







[গল্পটা আমি '৯২ বা '৯৩ সালে শিশু একাডেমী থেকে প্রকাশিত একটি বইতে পড়েছিলাম। বইয়ের নাম স্মরণ না থাকলেও গল্পটা মনে আছে। আর সেটাই সংক্ষেপ করে এখানে শেয়ার করলাম।]



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ১:৫৯

মুহামমদল হািবব বলেছেন: দারুণ।

২| ১২ ই মে, ২০১৪ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: মা "মমতার মহল"
মা "পিপাসার জল"
মা "ভালবাসার সিন্ধু"
মা "উত্তম বন্ধু"
মা "ব্যাথার ঔষুধ"
মা "কষ্টের মাঝে সুখ"
মা "চাঁদের ঝিলিক"
মা "স্বর্গের মালিক"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.