নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance media worker & professional journalist.

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগ জীবনের শুরুর অধ্যায়.....

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

হুট করেই মনে পড়লো এ রকমই এক বর্ষণমুখর দিনে আমার ব্লগিং যাত্রা শুরু হয়। সামহোয়ারইন ব্লগে ২০০৭ সালের ১৫ জুন সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে দেয়া সেই ব্লগটি ছিলো এক বাক্যের। বাক্যটি হলো- "এতো বৃষ্টি যাবো কিভাবে?"; মজার ব্যাপার হলো, এই একটি বাক্যের ব্লগেই সামহোয়ারইন ব্লগের প্রতিষ্ঠাতা আরিলসহ বেশ কয়েকজন ব্লগার কমেন্ট করেন। বিষয়টি আমাকে ব্যাপক আন্দোলিত করেছিল। হয়তো কিছুটা ছেলেমানুষি ছিল এতে, কিন্তু সেটাও তো উড়িয়ে দেবার মতো নয়। কারণ ব্লগে নিজের নাম নথিভুক্ত করার পর সপ্তাহখানেক ঝিম মেরে ভাবছিলাম কি লেখা যায়! অবশেষে যাই হোক না কেন লেখা শুরু করি। আর পরের ঘটনাপ্রবাহ তো রীতিমত ইতিহাস হয়ে স্মৃতির ঘরে ঠাঁয় নিয়েছে। এই ব্লগিংয়ের কারণেই অনেক মানুষের সঙ্গে ব্লগে ও পরবর্তীতে সরাসরি যোগাযোগ হয়। তাদের অনেকের সঙ্গেই এখন অবধি যোগাযোগ আছে। এরপর যখন ফেসবুক আসলো তখন সকলের সঙ্গে যোগাযোগ আরো সহজ হয়ে উঠলো। মোটামুটি ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বলা যায় নিয়মিতই সামহোয়ারইনে ব্লগ লিখেছি। এরপর নানান ব্যস্ততায় ব্লগ থেকে দূরে সরে গেলেও মাঝে মধ্যেই ব্লগে উঁকি দেই। আর ভীষণ মিস করি ব্লগিং সময়গুলোকে..... :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.