নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
২০০৭ এর শেষের দিকের কথা। আমি তখন দৈনিক যায়যায়দিনে কাজ করি। অফিসে তখন আমরা ফিচার বিভাগের প্রায় সবাই-ই কাজের পাশাপাশি ব্লগিং আর ফেসবুকিং করি। এসব দেখে অফিসের আইটি বিভাগের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা কর্তৃপক্ষের কাছে নালিশ করলো এতে করে নাকি অন্যরা ইন্টারনেটের স্পিড কম পাচ্ছে। ব্যস, কর্তৃপক্ষের নির্দেশ মতো তারা দিলো ফেসবুক আর ব্লগ ব্লক করে। এ ঘটনায় আমরা চরম বিরক্ত হলেও কিছুই করার ছিল না। কিন্তু উপায় খুব সহসাই বের হয়ে গেলো। সেটা হলো 'প্রক্সি'। প্রক্সি আইপি দিয়ে সব ব্লক করা সাইটেই আবারো আমরা ঢুকতে সক্ষম হলাম। এক সময় আইটির লোকেরা এটা জানলেও তাদের কিছুই করার ছিল না। কারণ প্রক্সি আইপি তো আর একটা না, শত শত।
২.
সম্প্রতি সরকার বিটিআরসির মাধ্যমে ভাইবার, ট্যাঙ্গোসহ পাঁচটি ফ্রি ভয়েস কল ও মেসেজিং সার্ভিস বন্ধ করে দিয়েছে। প্রথম দিন এটা নিয়ে ফেসবুকে বেশ ক্ষোভের দৃশ্য চোখে পড়লেও এরপর থেকে আর সেটি দেখছি না। এর মানে এমন নয় যে, সবাই সেটা মেনে নিয়েছে। এর আগে সরকার ইউটিউবও বন্ধ করেছিল। কিন্তু সে সময়ও তো অনেকেই ইউটিউব দেখেছে। আসলে প্রযুক্তি এমন একটা জিনিস, যেটার বিকল্প সব সময়ই থাকে। এই যে যেমন, যত দূর জেনেছি, অনেকেই এখন virtual private network (VPN) এর মাধ্যমে ভাইবারসহ অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করছেন। অর্থাৎ বিকল্প একটা উপায় কিন্তু সার্ভিস গ্রহণকারীরা ঠিকই বের করে ফেলেছেন। সুতরাং, আগামীতে ফেসবুক বন্ধ করার মতো সরকারী সিন্ধান্তও যদি আমাদেরকে দেখতে হয়, তাহলেও কিন্তু বিকল্প একটা উপায় আমরা ঠিকই জেনে যাবো।
৩.
ইন্টারনেটের মাধ্যমে কোন ব্যক্তির অবস্থান সনাক্তের জন্য আইপি এড্রেস ট্রেস করা হলো বেশ কার্যকরী একটা উপায়। বিশেষ করে সাইবার অপরাধীকে সনাক্ত করার ব্যাপারে আইপি এড্রেস ট্রেস করা তো খুবই জরুরী। কিন্তু হ্যাকাররা সাধারণত VPN ব্যবহার করে। তাই তাদেরকে সনাক্ত করাও সম্ভব হয় না। এখন সাধারণ ইউজাররাও যদি VPN-র ব্যবহার বেশি মাত্রায় শুরু করে, তবে কোন সাইবার অপরাধেও তাদেরকে সনাক্ত করাটা বেশ কঠিনই হবে। এজন্য সাধারণ ইউজারদেরকে এতো সব সিস্টেম না শিখিয়ে সাধারণ থাকতে দেয়াই উচিত। তাদেরকে অসাধারণ বানিয়ে বিপদ ডেকে আনার কোন মানে নেই। কারণ সবাই হয়তো বিপদ ডেকে আনবেন না। কিন্তু গুটিকয়েক যে বিপদের কারণ হবেন না সেটাও কিন্তু বলা যায় না।
bdnewstimes.com-এ প্রকাশিত
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: গুরুত্বপূর্ণ কথা
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
ঢাকাবাসী বলেছেন: অপরাধ টপরাধ কিছুনা, আমলারা আর মন্ত্রীরা নিজেদের কতৃত্ব ফলাবার আর মাল কামাবার জন্য এসব করে। তারপর ঘুষ খেয়ে ছাড়ে শুনেছি।