নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance media worker & professional journalist.

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

এখন চ‌্যানেল বন্ধের দাবি করছে FTPO!

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

টেলিভিশন সংশ্লিষ্টদের সমন্বিত সংগঠন FTPO (Federation of Television professionals Organization) এখন চ‌্যানেল বন্ধের দাবি করছে! বিজয় দিবসের দিন সুলতান সুলেমান প্রচারের "অপরাধে" তারা দীপ্ত টিভি বন্ধের দাবি জানিয়েছে। খুবই হাস্যকর একটি দাবি। এ যেন অতি লোভে সোনার ডিম দেয়া হাঁসটাকেই মেরে ফেলার পাঁয়তারা। টেলিভিশন সংশ্লিষ্টরাই যখন কোন চ্যানেল বন্ধের দাবি তোলেন তখন এটি খতিয়ে দেখা আসলে দরকার যে, এর পেছনে আসল কারণ কি, নেপথ্যে কারা, কারাই বা এর ইন্ধনদাতা। এটা অন্তত পরিষ্কার যে, কোন চ্যানেল বন্ধ হলে টেলিভিশন সংশ্লিষ্ট কেউ লাভবান হন না। বরং, অনেকের কাজ বন্ধ হয়ে যাবে, অনেকে বেকার হয়ে যাবেন। তাহলে কোন চ্যানেল বন্ধ হলে কে বা কারা লাভবান হবেন সেটা খুঁজে বের করা দরকার। আর কারাই বা এসব কিছুর পেছনে কলকাঠি নাড়ছেন সেটাও খোঁজাটা জরুরী বলেই মনে করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

সুখী নীলগঞ্জ বলেছেন: সুলতান সুলেমানের দাড়ি আছে, উনি আবার মুসলমান - দেখতে একদম রাজাকারের মত। কথায় কথায় আল্লাহ খোদার নাম নেয়। এরকম একজনের কাহিনী বিজয় দিবসে প্রচার করাই তো চেতনা বিরোধী কাজ হয়েছে। যারা দীপ্ত টিভি বন্ধের দাবি তুলেছে - তাদের সাথে আমি একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.