| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিজভি মাহমুদ
আমি দুনিয়ার সবচাইতে বড় আজাইরা মানুষ। কারন কিছু করতে গেলেই বাঁশ খাই
সাতকানিয়া থানার কাঞ্ছনা গ্রামের জোটপুকুরিয়া বাজারে একটি পুলিশ ফাঁড়ি ছিল। আজকে জানলাম জামাতি সশস্ত্র ক্যাডারদের হুমকিতে পালিয়েছে পুলিশ সদস্যরা । এলাকায় এখন তিন থেকে চারশো আধুনিক অস্ত্রে সস্ত্রে সজ্জিত জামাতি ক্যাডার সশস্ত্র ভাবে প্রকাশ্যে টহল দিচ্ছে । তাঁরা তাঁদের হট লিস্ট অনুযায়ী এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা ও লুটপাত করতেছে । সাতকানিয়ায় যোগাযোগের যত মাধ্যম আছে সব বন্ধ করে দেয়া হয়েছে । রাস্তাই সাড়ি সাড়ি গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে । এই মূহর্তে কোন জরুরী রোগী ,গর্ভবতী মা কিংবা অন্য যে কোন প্রয়োজনীয় কাজে মূল সদরে যাওয়ার কোন উপায় নেই বললেই চলে । ভেতরে কি হচ্ছে তার প্রকৃত তথ্য জানার ও কারো সাধ্য নাই । মূলত এই মূহর্তে সাতকানিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন পরাধীন কোন অঞ্চল বলতে হয় । আমি জানি না কেন আমাদের প্রশাসন সাতকানিয়া বিষয়ে এখনো কঠোর হচ্ছে না(!!) এই সাধারন অসহায় মানুষ গুলোর নিরাপত্তা দেবে কে? আমাদের রাষ্ট্র কি একটি সাতকানিয়াকে কন্ট্রোল করার মত শক্তি রাখে না?? জরুরী ভিক্তিতে এই দেশদ্রোহী জামাতি সন্ত্রাসদের দমনে বিশেষ বাহিনী পাটানোর দাবি জানাচ্ছি ।
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
রিজভি মাহমুদ বলেছেন: আর্মি নামাইলেন সব সোজা হইয়া যাইব । কিন্তু সরকার তা হইতে দিবো না।
২|
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ফ্রিঞ্জ বলেছেন: দেশে যে এত জামাত শিবির আগে বুঝিনাই! কি যে বিপদ... এগুলারে টেলিপোর্ট কইরা পাকিস্তান পাঠাইতে পারলেও হইতো!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
রিজভি মাহমুদ বলেছেন: গ্রাম এর সহজ সরল মানুষ গুলোকে ওরা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে রাস্তায় নামায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আফজালনবীনগর বলেছেন: সরকারের ব্যার্থতার কারনে অবস্তা খারাপ হচ্ছে । এদের কঠোর হস্তে কেন দমন করা হচ্ছেনা ?