![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বলি তোমার হাসি
আমার আকাশের রোদ,
যদি বলি তোমার কান্না
আমার আকাশের বৃষ্টি।
তোমাকে পারবো না হারাতে
যতই দূরে যাও না কেন
হোক না সে আলোকবর্ষ দূর।
যদি বলি তোমার চোখ
আমার মনের জানালা,
যদি বলি তোমার কথা
আমার গল্পের সূচনা।
হোক না তা আলোকবর্ষ দূর
যতই দূরে যাও না কেন
তোমাকে দেবো না হারাতে।
তাই তোমাকেই চাই...
শুধু তো,আকেই...
©somewhere in net ltd.