নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

হিজি বিজি পার্ট- ৩ ( ICU)

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

এক হসপিটালে প্রতি রবিবার সকাল 11 টার সময় ICU এর একটি নির্দিষ্ট বেডের পেসেন্ট মারা যায়।
এই ঘটনা প্রত্যেক রবিবার নিয়ম মাফিক ঘটতেই থাকে।
ডাক্তার নার্স সবাই এই ঘটনার জন্য খুবই চিন্তিত।
এমন কি আছে ICU এর ঐ বেডে?
কোন অলৌকিক শক্তি নাকি কোন অশুভ আত্মার ছায়া।
সমস্ত ডাক্তার নার্স মিলে একদিন মিটিং করল, যেমন করেই হোক এই রহস্যের কুল কিনারা খুজে বের করতেই হবে।
রবিবার এল।
সমস্ত ডাক্তাররা ICU এর ঐ বেড টা কে ঘিরে ফেলল। সেই বেডের শয্যাগত রোগীর দিকে তাকিয়ে রইল।
ঘড়ির কাঁটা 10.30

সকলের মুখে চোখে এক অজানা ভয়।

ঘড়ির কাঁটা 10.50
সকলের হৃৎস্পন্দন রাজধানী এক্সপ্রেসের মত চলতে শুরু হয়ে গেল। ভয়ে একে অপরের হাত চেপে ধরল।

এমন সময়।


ICU এর দরজা খোলার শব্দ।( ক্যাআআআআচচচচচ)



ডাক্তারদের একদম হার্টফেল হবার অবস্থা।




এক সাদা কাপড়ে আবৃত এক মহিলার প্রবেশ।




ICU এর নিস্তব্ধতার মধ্যে একটাই আওয়াজ ভেসে আসছিল, ঘড়ির কাঁটার টিক টিক টিক।





সময় 10.55 ।





সাদা কাপড়ে আবৃত মহিলা ধিরে ধিরে সেই বেডের দিকে এগিয়ে গেল।





গিয়েই অক্সিজেনের প্লাগ টা খুলে দিল আর নিজের মোবাইল চার্জে লাগিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে দিল।
ডাক্তার- কে তুমি
আমি তো বল্টুর বউ, রবিবার দিন ও আসতে পারেনা তাই ওর জায়গাতে আমি এসে ওর কাজটা করে যায়

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি ভয়াবহ সাসপেন্স!!!!!!!! ;)

ভাল লাগল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

আকিব হাসান জাভেদ বলেছেন: একটু ভয় থেকে হাসলাম। ভালাে লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: হায় রে !!!!!
একদম বাংলাদেশের আসল চিত্র । অনিয়ম আর অব্যাবস্থাপনার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: নিদারুন বাস্তবতা!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

আমি তুমি আমরা বলেছেন: সাদা কাপড়ের মহিলা বল্টুর বউ আর আমি তাকে মৃত্যুদূত ভেবে বসে আছি!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ আপানার মুল্যবান মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.