নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম: Md. Azizur Rahman who always ready To Die For Islam For ALLAH For Noor Ea Mujassam Profeth Muhammad Mustafa Sallauhu Alaihiwsallam.

আজিজুর রহমান০১

আজিজুর রহমান০১ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখা

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮



প্রকৃতি মাল্লা ৮ম শ্রেণীর ছাত্রী এবং হাতের লেখার কারণে সে এখন বিশ্ববিখ্যাত

তোমার হাতের লেখা ভালো কর। তোমার হাতের লেখা সবচেয়ে বাজে। ভালো ছাত্রের হাতের লেখা ভালো হয়। এ ধরনের কথা
আমরা অনেক শুনেছি। এগুলো আমাদের জীবনের একটি অংশই হয়ে গেছে। এখানে আমরা বলতে যাদের হাতের লেখা খারাপ তাদের বোঝানো হয়েছে। হাতের লেখা ভালো হলে যিনি পড়ছেন তিনিও বেশ প্রশান্তি পান। আমরা এটাও জানি, অনেকের হাতের লেখা এতই খারাপ, অন্য কেউ পারা তো দূরের কথা লেখক পরে নিজেও আর পড়তে পারেন না।



কিন্তু পৃথিবীতে এমন একজন আছে যার হাতের লেখা এমএস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর। তার নাম প্রকৃতি মাল্লা। সে নেপালের অধিবাসী। পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনো সংবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এভাবেই আমরা তার নাম জানতে পেরেছি। প্রকৃতি মাল্লা ৮ম শ্রেণীর ছাত্রী এবং হাতের লেখার কারণে সে এখন বিশ্ববিখ্যাত। কিছুদিন আগে নেপালের একজন তার হাতের লেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এবং কিছুদিনের মধ্যে সারা বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়।



প্রকৃতি মাল্লার হাতের লেখা দেখলে মনে হয় কম্পিউটারের কোনো ফন্ট। তার লেখার মাঝখানের ফাঁকা জায়গাগুলো সব সমান। এছাড়াও সে লিপিবিদ্যার নতুন একটি উচ্চতা সৃষ্টি করেছে। এমনকি বিশেষজ্ঞরাও বলেছেন, তার লেখা নিখুঁতের প্রায় কাছাকাছি। এ কারণে তার হাতের লেখা নেপালের সবচেয়ে সেরা। প্রকৃতি মাল্লা সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছাত্রী। অসাধারণ হস্তাক্ষরের জন্য নেপালি সশস্ত্র বাহিনী থেকে তাকে পুরস্কৃত করা হয়। এখন সে সারা বিশ্বে জনপ্রিয় এবং মানুষ তার লেখা পড়তে বেশ আগ্রহী। নিজেদের হাতের লেখা আরও বেশি সুন্দর করতে প্রকৃতি মাল্লার লেখা সবাইকে অনুপ্রেরণা জোগাচ্ছে। -যুগান্তর

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

চিত্রাভ বলেছেন: খুব সুন্দর খবর !

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জানলাম

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

ফয়সাল রকি বলেছেন: চমৎকার হাতের লেখা।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: খুব সুন্দর পোস্ট। দেখলাম পড়লাম এবং জানলাম।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী প্রকৃতি মাল্লা। সে নেপালের অধিবাসী। তার পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কোনো সংবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

আজিজুর রহমান০১ বলেছেন: জ্বি ভাউ

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আজিজুর রহমান০১ বলেছেন: thank you???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.