নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে ভাবতে লিখতে গাইতে এইতো বেঁচে আছি থাকবো যতদিন বিধাতা বাঁচিয়ে রাখেন।উগ্র নাস্তিকতা এবং ধর্মান্ধতা নিপাত যাক।কিছু মানুষ প্রচলিত অন্ধ গাঁজাখুরি নিয়ম মেনে অন্যের পদতলে পিষ্ট হয়ে মরার থেকে যুদ্ধ করে বাঁচতে ভালবাসে আমি নাহয় তাদেরি একজন।

আর কে রাহাত

অন্ধকার ঘড়ে কাগজের টুকরো ছিঁড়ে কেটে আমার দিন কাটে।ভালো লাগে ভাবতে লিখতে গাইতে এইতো বেঁচে আছি থাকবো যতদিন বিধাতা বাঁচিয়ে রাখেন।উগ্র নাস্তিকতা এবং ধর্মান্ধতা নিপাত যাক।কিছু মানুষ প্রচলিত অন্ধ নিয়মের কাছে পিষ্ট হয়ে মরার থেকে যুদ্ধ করে বাঁচতে ভালবাসে আমি না হয় তাদের দলে।।।

আর কে রাহাত › বিস্তারিত পোস্টঃ

নির্বাক বালকের স্বাধীনতা!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

স্বাধীনতার মাসে আমার প্রাপ্তি
আমি বিশ্বজিৎ আমি অভিজিৎ আমি নিহত প্রকাশক দীপন এর বাবার বজ্র কণ্ঠে ''আমি ছেলে হত্যার কোন বিচার চাইনা!!'' আমি নিহত ব্লগারদের বাবা।।আমি নারায়ণগঞ্জের নিহত তানভীর রহমান ত্বকি।।আমি ছেলে হত্যার বিচার না পাওয়া ত্বকির মা।।আমি সাগর-রুনি,আমি রাজন আমি অবিরাম বাংলার মুখ আমি লাল সবুজের কাফন আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ।। আমি পদ্মার লঞ্চডুবি আমি তাজরীনের অগ্নিকাণ্ড আমি ভূগর্ভস্থ জিয়াদ চাপাতি হাতে সুযোগ পেলেই আমি সাজি জল্লাদ আমি ফেলানী,আমি সাত খুন ঐ শীতলক্ষার পাড়ে, আমি ষোল কোটি মানুষের ভাগ্য হয়ে ঝুলে আছি কাঁটাতারে!!!আমি NO VAT আন্দোলনের দুই দফায় পুলিশ এর মার খাওয়া এক শিক্ষার্থী।।আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের দরজা!!!!
-(আর কে রাহাত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.