নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
আমাদের হসপিটাল এর ডাঃ মাহ্ মু দ আলী,
সে ডাঃ হিসেবে অনকে নাম ডাক তার,
তো একদিন হইছে কি? সে হসপিটাল এ নাই,
পরে খবর পেয়ে জানতে পারলাম, সে খুব অসুস্থ,
তাকে আমরা দেখতে গেলাম।
আমরা অফিসের সবাই মিলে স্যারের জন্য ফল ফাকরা কিনে
যেই রেডি হয়েছি তাকে দেখতে যাবো।
হঠাৎ করেই আনার ফোন বেজে উঠলো।
ফোন হাতে নিয়েই দেখি স্যারের নাম্বার ।
মনটা খুশিতে নেচে উঠলো ভাবলাম স্যার ভালো হয়ে গেছে ।
অনেক আনন্দ মনেই ফোন টা রিসিভ করলাম ।
ভেসে আসলো কন্ন্যার শব্দ...........।
©somewhere in net ltd.