নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
মো. তারিক ইবনে জিয়াস : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লিয়ারের শ্যালিকা লরিয়েন বুথের (সারাহ বুথ) অনেক দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যিনি একাধারে বিখ্যাত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং এক্টিভিস্ট।
বৃহস্পতিবার তুরস্কের শিক্ষকদের সংগঠন উদারের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইজুকেশন’ এ অন্যতম প্যাণেল আলোচক ছিলেন সারাহ বুথ।
সেখানে তিনি আদর্শ মানুষ গঠনে পশ্চিমা দুনিয়ার শিক্ষা, শিক্ষাগ্রহণ পদ্ধতির নানান ব্যর্থতা চমৎকারভাবে তুলে ধরছিলেন। সেই সঙ্গে ইসলামের মহানত্ব প্রকাশ করছিলেন সারাহ বুথ।
তাকে সর্বশেষ উনাকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি ইসলাম গ্রহন করলেন/ ইসলামের কোন বিষয় আপনাকে আকৃষ্ট করেছে…?
উত্তরে সারাহ বুথ বলেন, ফিলিস্থিনের নিরিহ মানুষগুলো ও তাদের আল্লাহর প্রতি ইমান এবং ভরসা দেখে আশ্চর্য্যন্বিত হয়ে আমি ইসলাম গ্রহন করেছি। তিনি আরো যোগ করেন, বিশাল একটি পরাশক্তির বিরুদ্ধে কেবল আল্লাহর উপর ভরসা তাদেরকে টিকিয়ে রেখেছে। কতটা শক্ত ইমানদার হলে এটা সম্বব…!!! আলহামদুলিল্লাহ
©somewhere in net ltd.