নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

হাসপাতালের জিন্দেগী !!!!!!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

পড়ালেখা শেষ করে সবে একটা চাকুরী পেলাম । যেহেতু আমি মেডিক্যাল টেকনোলজিষ্ট সেই সুবাদে উপজেলায় ছোট একটি হাসপাতালে আমি জয়েন করলাম । স্যালারি খুব একটা বেশী ছিল না , নতুন চাকুরী তাই নিজেকে মানিয়ে নিয়েছিলাম ভালই, সে সুবাদে আমার থাকার জায়গা হলো হসপিটালে ।

আমার ও তেমন মাথা ব্যাথা ছিল না থাকার জায়গা নিয়ে। ভালই লাগতো আমার নতুন নতুন জায়গা। আপরিচিত মানুষদের মাঝে খারপ লাগলেও আর কি? কিছু করার থাকে। প্রতিটি প্রাইভেট হসপিটালেই অনেক গুলো মালিক থাকলেও একজন এম ডি থাকে , তিনি আমার সব কাগজ পএ জমা নিয়ে একটি কেবিন রুম দিল থাকার জন্য ।

যেহেতু কেবিন রুম সেহেটু জামেলার অন্ত নেই । রোগী দের চিৎকার চেচামেচি,আর্তনাত দেখে আমার খুব মায়া লাগতো । সাধ্য মতো তাদের জন্য কিছু কারার চেষ্টা করতাম । এতেই আমার মন ভালো হয়ে যেত। বিকেলে অপারেশন থিয়েটার রেডি হলো । দুই সন্তানের জননী এক নারী একটি পুএ সন্তানের আশায় তৃতীয় বারের মতো অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলো।

চলবে...........।
[বি: দ্রাষ্টব্য: নতুন লেখক, ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।
আকর্ষণ করার কিছু নাই।

২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৫

রোকনুজ্জামান খান বলেছেন: নতুন লিখা তো তাই দিতে পারিনি।
@ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.