| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রোকনুজ্জামান খান
	আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

একটা সময় তোরে দেশের রত্ন ভাবিতাম
তোর বিশ্বসেরা উপাধিতে গর্বিত হইতাম।
তোর হাসিটারে অনেক সরল হাসি ভাবিতাম
তুই খেলায় হারলে আমরা অনেক কষ্ট পাইতা।
ওরে অভিনয়ে মুগ্ধ হয়ে নেতা করলাম ভাই,
এখন তোর মনেতে রাজনীতি....।
ক্রিকেট টা আর না,
ওরে আদর কইরা ছাইরা দিলাম টাকা কামাইতে
এখন সেই টাকা দিয়া রে তুই নেতা হবি রে....।
দেশের দেওয়া এত কিছু দে ফিরাইয়া দে,
দেশের আবেগ বিয়া খেলা করার,
অধিকার দিলো কে......?
তোর জন্য টিকেট কিনা খেলা দেখিতাম
আমার কষ্ট করা আয়ের টাকায়....।
স্টেডিয়াম যাইতাম,
রাইতের পর রাইত জাগিয়া ...
খেলা দেখিতাম। 
আবার মধ্যরাতে মিছিল কইরা...
টি এস সি যাইতাম।
ওরে নিধহাস ট্রফি হারার পরেও
মাইনা নিছি র......!
আফগানরা জিতলো তোর
 ভূলের কারণে...?
দেশের সকল মানুষ হতাস হইয়া 
এক সুরেতে কয়.....!
তোর টার্গেট এখন এম পি হওয়া 
ক্রিকেট টা আর নয়...!
ও "সাকিব্বা রে সাকিব্বা" তুই 
অপরাধী রে....
দেশের দেওয়া এত কিছু
দে ফিরাইয়া দে...
 
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৪১
রোকনুজ্জামান খান বলেছেন: ইহা ইউটিউব এ ভাইরাল হওয়া একটি গান ।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান অভিমতের জন্য।
২| 
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চমৎকার একটি সঙ্গীত
লেখককে ধন্যবাদ।
এই ভদ্রলোক যে দিনে সাংবাদিকদেরকে
তার তৃতীয় অঙ্গুলী প্রদর্শন করেছিলেন 
সেদিনই তার প্রতি আমার সকল ভালোবাসা
কর্পূরের ন্যায় উবে গেছে!
 
০৭ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৩| 
০৮ ই জুন, ২০১৮  বিকাল ৪:০৮
লিওনাডাইস বলেছেন: সুন্দর জিনিস পোষ্ট করেছেন।
 
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:২০
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক 
@ধন্যবাদ ।
ভালো থাকবেন।
৪| 
১৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
নিশাচড় বলেছেন: সুন্দর সংগীত। ধন্যবাদ লেখককে
৫| 
২২ শে জুন, ২০১৮  বিকাল ৩:৫০
অচেনা হৃদি বলেছেন: হি হি হি... 
প্যারোডি কবিতাটা পড়ে না হেসে পারিনি । আপনি লিখেছেন ?
 
২২ শে জুন, ২০১৮  বিকাল ৪:০০
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার হাসিতে আমি মুগ্ধ।
ভাল থাকবেন ।
কবিতাটি আমার এক ভাইয়ার লেখা।
দেখার পর লোভ সামলাতে পারিনি
তার অনুমতি নিয়ে ব্লগে পোষ্ট করেছি?
৬| 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
রাকু হাসান বলেছেন: হাহাহা..মজা পেলাম ..।
 
৩০ শে জুন, ২০১৮  দুপুর ২:১৮
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন ।
৭| 
৩০ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ভালইতো লিখেন।  ![]()
 
৩০ শে জুন, ২০১৮  বিকাল ৪:৪২
রোকনুজ্জামান খান বলেছেন: সব আপনাদের অণুপ্রেনায়।
@ধন্যবাদ
৮| 
০১ লা জুলাই, ২০১৮  সকাল ১১:৫২
আছির মাহমুদ বলেছেন: মানুষের ভালবাসার চেয়েও ক্ষমতা প্রিয় হয় কাদের কাছে???
।
।
।
উত্তর অজানা....
 
০১ লা জুলাই, ২০১৮  দুপুর ১২:১১
রোকনুজ্জামান খান বলেছেন: সাকিব বাংলাদেশের ক্রিকেট এর মধ্যমণি।
তার প্রতি দেশের সকল  স্তরের মানুষের 
দোয়া ও ভালাবাসার কমতি নেই।
যারা ক্ষমতালোভী দেশের জন্য যারা
 নিবেদিত প্রান  নয়
তারাই ।
৯| 
০১ লা জুলাই, ২০১৮  দুপুর ১:৫৯
সাইন বোর্ড বলেছেন: সাকিবকে একা অার দোষ দিয়ে কি হবে, সে শুধু ব্যবহার হচ্ছে মাত্র...
 
০১ লা জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: তার মতো একজন ব্রিলিয়ান্ট ক্রিকেটার কেন ব্যবহার হবে।
আমদের দেশের নোংরা রাজনীতির প্লাট ফর্মে তার ইচ্ছা পোষন খুব দুঃখ জনক ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৪:০৪
মোগল সম্রাট বলেছেন: আর কবিতাটা কি আপনার লেখা?