নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
দুঃখ প্রকাশ ছড়া আমদের আর কি কোনো দায়িত্ব নেই |||||
অবশ্যই আছে """দুর্বার আন্দোলন আমাদের জন্যই প্রযোয্য""""
কারণ হলো........????
আমরা গণতান্ত্রিক দেশে যদিও বাস করে থাকি ?!!!!!!!!!!!
সেক্ষেত্রে ,,, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা সবাই কে বুজতে দেওয়া উচিত ।
এদেশে কেন এত অত্যাচার,, অবহেলা,,,কেন এই নির্যাতন ?
যে নির্যাতনে পতঙ্গ হয়ে যাচ্ছে দেশের হাজার বাঙালী।
এদেশে রোহিংগাদের জায়গা হয় ,, তাদের ত্রান তহবিল গঠন হয় ।
অথচ আমাদের পথ শিশু ,,টোকাইরা রাস্তায় পড়ে প্রতিনিয়তই ক্ষুধা বুকে নিয়ে ঘুমাচ্ছে।
এক্ষেত্র তাদের জন্য কোন তহবিল হয় না,, হয়না তাদের ভালো পথে ফিরে আসা ।
এদেশেই ধর্ষন এর খবর প্রথম পাতায় ছাপা হয় .........?
কিন্তু দু্ঃখ জনক হলেও সত্য বিচারকের রায় ''''''একদম শেষের পাতাটিতেও খুজে পাওয়া যায় না।
এদেশে প্রধান বিচার প্রতি কে ক্যান্সারে রোগী বানিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হয় ।
এই দেশেই বিচার বিভাগ কে হত্যা করে গুলি করে মারা হয় ।
দেশকে নিয়ে ভাবুন,,আমার মতই একটু একটুই ভাবনা দিয়েই শুরু করুন ?
একদিন সফলতা আসবেই ..................$$$$$
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:০৪
রোকনুজ্জামান খান বলেছেন: চেষ্টা চলছে ............
ধন্যবাদ ভাইয়া
২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬
সাদাফ কামরুল হাসান বলেছেন: আমাদের সকলের উচিত দেশকে ভালবাসা, দেশের মানুষের পাশে এসে দাড়ানো, এবং একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এটা আমাদের সকলের কর্তব্য।
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২
রোকনুজ্জামান খান বলেছেন: আল্লাহ্ আপনার মঙ্গল করুক । আমারা নিজেদের নিয়ে যতটা বেশী ব্যাস্ত না থাকি তার থেকে বেশী ব্যাস্ত থাকি ফাউ কাজে । ফাু কাজে সময় না দিয়ে আমরা দেশকে নিয়ে যদি ভাবতাম তাহলে আজকে আমাদের রাস্তায় পরে থাকতে হতো না ।
ভালো থাকবেন ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
করুণাধারা বলেছেন: আপনার ভাবনা ভালো লেগেছে কিন্তু কিছু টাইপো রয়ে গেছে। যেমনঃ বুজতে- বুঝতে, পতঙ্গ- পঙ্গু।
শুভকামনা রইল।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চেষ্টা চলছে ............
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৮
রোকনুজ্জামান খান বলেছেন: চেষ্টা চালিয়ে যান, অসহায় মানুষদের পাশে থাকুন। রাস্তার মানুষ গুলোর পেট ভরাই মূল লক্ষ্য।
আল্লাহ কে ভয় করি এবং সচেতন থাকি।
@ধন্যবাদ ভাই পূনরায় মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।