নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

বিএনপির নির্বাচনী খেলা নিয়ে সরকারকে ডাইরেক্ট থ্রেড দিলেন নজরুল ইসলাম খান!! পড়ুন তার বক্তব্য!!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নির্বাচনের নামে কোন খেলায় অংশ নিবে না বি এন পি । বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন। আমরা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চাই, আমরা নির্বাচন করতে চাই কিন্তু নির্বাচনের নামে কোন খেলায় অংশ নিতে চাই না । সোমবার দুপুরে ঢাকার প্রেস ক্লাবে আয়োজিত দেশ বাচাও মানুষ বাচাও গোল টেবিল বৈঠকে নজরুল ইসলাম খান এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন বিএনপি সরকারের পতন চায় এটা কোন গোপন কথা না। ঠিক তেমনি এই সরকারকে সরিয়ে বিএনপি দেশ শাসন করতে চায় এটিও কোন গোপন কথা না ।

সুতরাং বিএনপি কোন ষড়যন্ত্রও করে না তিনি বলেন বিএনপি ঐক্যবদ্ধ গনন্ত্রান্তিক আন্দোলন করতে চায় এর কোন বিকল্প নেই। সেই আন্দোলন সফল হবে খালেদা জিয়ার নেত্রীত্বে জনগন তাদের গনন্ত্রান্তিক অধিকার ফিরিয়ে আনবে। নজরুল ইসলাম খান বলেন দেশের মধ্যে প্রধানমন্ত্রী হবার যোগ্য একজন হলেন খালেদা জিয়া অপর জন হলেন শেখ হাসিনা। এর মধ্যে একজন প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করবেন অপর জন জেলে বসে নির্বাচন করবেন একে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না।নজরুল ইসলাম খান বলেন খালেদা জিয়া কে জেলে নেওয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল এখন তার চেয়েও বেশী ভয়ে আছে তাকে ছেড়ে দিলে কি হয়? সে জন্য জামিন যোগ্য মামলায় ও তাকে জামিন না দিয়ে অন্যায় ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতা নজরুল ইসলাম খান আরো বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে এত নোংরা অভিযোগ আছে যে, অন্য কেউ হলে বা অন্য কোন সরকার থাকলে তা অনেক আগেই পদত্যাগ করত। কিছুদিন আগে জার্মানীর একটা সংস্থা বলেছে স্বৈরাচারী দেশের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বাংলাদেশ। সরকার মুখে গনন্ত্রন্তের কথা বলে সারা বিশ্ব তা বলে স্বৈরাচার। সরকারের জবাব দিহি করতে হয় না দাবী করে নজরুল ইসলাম বলেন বর্তমান সরকার এমন একটি সংসদ গঠন করেছে যে সংসদের বিরোধী দলের প্রধান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং সেই দলের তিন জন সরকারী দলের মন্ত্রী পৃথিবীর কোথাও এমন হাস্যকর সংসদ নেই, যা বাংলাদেশে চলছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ্‌, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ,আবুল আওয়াল খান সহ্‌ আরো অনেকেই ।তারা আরো বলেন আঘামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশর নাম স্বৈরাচারী থেকে মুছে দিবে । তারা দেশ ও জনগণের কল্যানে সর্বোচ্চ কাজ করতে দৃঢ় প্রত্যয় থাকবে ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


কি ধরণের "থ্রেড" দিলেন নজরুল সাহেব: নাইলন, প্লাষ্টিক, তুলা, পাট জাতীয়?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

রোকনুজ্জামান খান বলেছেন: নজরুল সাহেব বিচক্ষন ব্যাক্তি , সরকার পতনের সামান্য থ্রেড ভাল ভাবে হয়তো দিতে পারেনি, তবে সময় অনুযায়ী তার বক্তব্য তিনি পেশ করেছে এটার জন্য তাকে ধন্যবাদ ।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: অন্যকোন সরকার হলে অনেক আগেই পদত্যাগ করতো। কথা মিথ্যে নয়।

বিএনপি নেতারা মুখেমুখে বলে, সরকার পতন ঘটানোর মতো যোগ্যতা তাদের নেই। তারা বেকুব প্রকৃতির!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রোকনুজ্জামান খান বলেছেন: একটা সরকার যখন স্বৈরাচারের শেষ সীমায় পৌছায় ,, তখন তাকে ঠেকানোর মত বিরোধী দলের মুখে মুখে বলা ছাড়া আর কোন উপায় থাকে না । এর জন্য জনগণের ভূমিকা সঠিক অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমেই পতন সম্ভব ।
@ধন্যবাদ

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: জনগণের ভেতরে সেই অধিকার বোধ'টা কারা জাগ্রত করবে? বিএনপি কি সেটা পারবে? তারা ক্ষমতায় থাকাকালে এমন কি কিছু করেছে যার জন্য জনগণ তাদের জন্য আন্দোলন করবে?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রোকনুজ্জামান খান বলেছেন: আমাদের দেশের ধারাটাই এমন যে দলই ক্ষমতায় আসুক না কেন? তারা ক্ষমতায় আসার পর সাধারণ জনগণকে ভূলে যায় ।
এই ধারা দেশ স্বাধীন হওয়ার পরে,, সাধারণ জনগন মানে যারা 'মুক্তি যুদ্ধ' করেছিল তারা ক জনই বা ভালো প্রতিদান পেয়েছে ,,
ভূয়ায় ভরে গেছে সরকার দলীয় মুক্তি যোদ্ধা লিষ্ট। এ জন্য শেখ মুজিবের এমন করুন পরিনতিটা দেখে তাদের শিক্ষা নেওয়া উচিৎ ছিল । আপনার মতামতটি আমার কাছে খুবই মূল্যবান । জনগণের ভালবাসাই একটা দলের মূল শক্তি ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিজন রয় বলেছেন: খেলা চলুক।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রোকনুজ্জামান খান বলেছেন: নিবার্চনের নামে কোন খেলায় অংশ গ্রহন করবে না বিএনপি। ঘরে বসে লুডু তারা একাই খেলবে ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব কথায় 'উনি' মোটেও বিচলিত হন না। বিএনপি স্বাভাবিক উপায়ে আর ক্ষমতায় যেতে পারবে না...

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: শেখ সাহেব ১২ কোটি মানুষের ভালবাসা বুকে নিয়েও পারেনি ?

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

শাহিন-৯৯ বলেছেন:




আপনি বিএনপির ভিশনের সব প্যারা কি পড়েছেন?

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

রোকনুজ্জামান খান বলেছেন: না ভাইয়া সব প্যারা পড়া হয়নি ।
আপনি পড়ে থাকলে সেই আলোকে কিছু তুলে ধরুন ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

শাহিন-৯৯ বলেছেন:



আমি বলতে চেয়েছি ওখানে যা লেখা আছে তার অধিকাংশ আগের দুই টার্মে উনাদের করা উচিত ছিল তাহলে এখন এত কান্নাকাটি করতে হত না, আবার ক্ষমতায় এসে এসব করবে তাঁর কিন্তু কোন গ্যারান্টি নাই।

উনাদের বর্তমান একটি কারণে মানুষ ক্ষমতায় দেখতে চাই, তা হল- দেশটা দেন গনতন্ত্র ধারায় ফিরে, উনারা পুকুর চুরি করত আর লীগ এখন সাগর চুরি করছে। চোর দুই দুলই।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

রোকনুজ্জামান খান বলেছেন: এত চুরির মাঝে দেশকে নিয়ে খুব ভয় হয় ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

আলআমিন১২৩ বলেছেন: থ্রেড হবেনা-থ্রেট হবে। সংশোধন করে নিন।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: বিএনপি অনাহারী কুকুরের মতো অই এক ঘেউ ঘেউ করছে। করেই যাচ্ছে। তাদের কথায় কেউ কান দেয় না।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: ঠিক বলছেন । অনাহারী কুকুর তারাও একদিন হবে তবে সেদিন ঘেউ ঘেউ করার ও জায়গা পাবে না । ঘেউ করলেই ইনজেকশন পুশ করা হবে তখন । আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.