নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা কি তাহলে শেষ পর্যন্ত হিরো আলমের উপরেই ভরশা করছেন, বগুরা থেকে এম পি নির্বাচনে কি তাহলে হিরো আলম আঃলীগের বর্তমান প্রার্থী দে কে পেছনে ফেলে হিরো আলম কি হতে যাচ্ছে বগুড়ার পরবর্তী আঃলীগের এম পি। এবার বগুড়া ৬ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে এম পি নির্বাচন করতে চান হিরো আলম। সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন এর আগে ইউ পি নির্বাচন করে ২য় স্থান অর্জন করেছিলেন হিরো আলম খ্যাত আসরাফুল হোসেন আলম। রোববার রাতে বগুড়ার এরুলিয়া বাজার এলাকায় নিজ অফিসে গণমাধ্যমে এক সাক্ষাতকারে হিরো আলম বলেন জনগনের ভালবাসা ও প্রত্তক্ষ্য ভোটে আমি এম পি হতে চাই, মনোবল থেকেই আমার উঠে আসা। সাক্ষাতকারে হিরো আলম বলেন চেহারা দেখে মানুষের যোগ্যতার বিচার করা যায় না ।প্রতিটি সফলতার ধাপে ধাপে থাকতে হয় প্রতিভা । আমার গর্ব আমি বগুড়ার সন্তান তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশী। বলিউডে অভিনয় নিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে আমি বলিউডে সুযোগ পেয়েছি এখানে আমিই প্রথম, সত্যিই এটা স্বপ্নের মতো, মিডিয়া আর জনগনের ভালবাসায় আমার স্বপ্ন পূরণের পথে এসময় হিরো আলম বলেন আমার ভক্ত দের কাছে আমি চির কৃতঞ । তদের জন্যই আমি হিরো আলম হতে পেরেছি প্রতিভা মানুষকে আলোকিত করে, যাদের প্রতিভা আছে তাদের কে সুযোগ দিন। হিরো আলম মিডিয়ার সহযোগিতা চেয়ে বলেন মিডয়া সাপোর্ট করলেই একটি প্রতভা বিকাশের সুযোগ পায় গ্রাম অন্চলে অনেরক প্রতিভা রয়েছে যারা সুযোগের অভাবে পিছিয়ে পড়েছে।
রাজনৌতিক দলের সর্মথনের প্রশ্নে হিরো আলম বলেন আমি তো চাইবো আঃলীগ আমাকে নমিনেশন দিয়ে দিক। তবে যদি কেউ আমাকে নমিনেশন না দেয় তা হলে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে দুই বার নির্বাচন করেছি এই বার ও আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই । তবে কোন রাজনৌতিক দল আমাকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিলে তা ভেবে দেখবো। তিনি বলেন যদি নির্বাচন করি তাহলে এম পি নির্বাচন করবো। জনগন আমাকে এম পি নির্বাচিত করতে চায়। আমি সংসদে গিয়ে প্রথমে গ্রামের প্রতিভার কথা তুলে ধরার পাশাপাশি রাস্তা ঘাটের উন্নয়নের কথা বলবো।
প্রধান মন্ত্রী কে উদেশ্য করে হিরো আলম বলেছেন দায়িত্ব করে ৭ দিনেই দেশকে পুরো পুরি ঠিক করে ছাড়বেন বগুড়া হিরো আলম। শনিবার একটি রেডিও চ্যানেলের লাইভে এসে তিনি এ কথা বলেন । রেডিও জকি জনতে চান আপনি মন্ত্রী হলে কি করবেন উত্তরে হিরো আলম বলেন মন্ত্রী হতে চান না তিনি সরাসরি দেশের প্রধান মন্ত্রীর দায়িত্ব টিই চান। {কতততবড়ড়ড়পাগল}তবে দয়িত্ব যদি পান তিনি ৭ দিনেই দেশ ঠিক করে ছাড়বেন । এ সময় হিরো আলম মিথুন চক্রবর্তী অভিনীত ফাটাকেষ্ট ছবির কথা উল্লেখ করে বলেন আপনি ফাটাকেষ্ট দেখেন নি,, ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই ৭ দিনে সব ঠিক করে দেশকে পরিবর্তন করে ফেলবো ।
হা হা হা একে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে এই দেশের এম পি দের ইজ্জত আর থাকবে না । মন্ত্রীরা সব পালাবে । আর প্রধান মন্ত্রী ৭ দিনের অভিযানে গদি হারাবে ।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৭
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার হাসিতে মন আপাতত আপ্লুত।
অনেক ধন্যবাদ হাসি মাখা একটি মন্তবের জন্য।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা। সিনেমাট্যিক কথাবার্তা! সে সিনেমার গল্পে ডুবে আছে।
দেশের মানুষ এমপি মন্ত্রীদের উপর প্রচণ্ড ত্যক্তবিরক্ত। একে(হিরো আলমকে) এমপি মনোয়ন দেওয়া হলে এমপি হলেও হয়ে যেতে পারে!
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৭
রোকনুজ্জামান খান বলেছেন: হা হা হা। আমাদের দেশের মানুষ পারেও বটে। মেধা ও যোগত্যার বিচার নেই। ভারামিতে ভর করছে রাজনীতি। যাকে তাকে মনোয়ন দিয়ে গেম খেলছে উপরের সারির লোকজন, হাস্য রসিকতা করিতেছে জনগন।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭
বাকপ্রবাস বলেছেন: প্রধানমন্ত্রী শুনলে প্রচুর হাসবে, এখন ওনার হাসা দরকার, নির্বাচন নিয়ে মন গম্ভীরে আছেন।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৩
রোকনুজ্জামান খান বলেছেন: প্রধান সাহেবা অলরেডি সুনেছেন এবং কি প্রচুর হেসে তাকে সাড়া দিয়েছেন।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন সামনে এরকম কত সিনেমাট্যিক কথাবার্তা শুনব
হা হা হা। হা হা হা। হা হা হা।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৫
রোকনুজ্জামান খান বলেছেন: হা হা হা।
এখন সুনতেছেন কিছু দিন পর দেখবেন। এতে বিচলিত হবার কিছু নেই, সব কিছুই হয় প্রতিভার অন্তরায়। ধন্যবাদ সাম নের দিন গুলি হাসি মাখা হোক।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভালো হিরো আলম নামা তৈরি করেছেন, এক্করে সরাসরি প্রধানমন্ত্রীর ছবির সাথে হিরো আলমকে দাঁড় করিয়ে দিলেন!!
পারেন ভালোই
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩
রোকনুজ্জামান খান বলেছেন: হা হা হা। যে ভ্যানে বসে পাইলট বানাতে পারে, সে হিরু কে এম পিও বানাতে পারবে। মাদার অফ হিম্যানিটি সবার পাসেই দাড়াতে পারে এতে বিচলিত হবার কিছু নাই । ধন্যবাদ ভাল থাকবেন সবসময়।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:৫০
অনল চৌধুরী বলেছেন: ৩৭
৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৮
রোকনুজ্জামান খান বলেছেন: AK47
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
টারজান০০০০৭ বলেছেন: সাইফুর রহমান বলিয়াছিলেন , দেশ চালায় আল্লায় ! অর্থাৎ এতো অব্যাবস্থাপনার সাথেও দেশ যে চলিতেছে ইহা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছু না !
এইরকম অব্যাবস্থাপনার দেশে লাউ আর কদু সমান হইবে ! তাই হিরু আলম আসুক আর জিরু মদন আসুক লাউ বড়জোর কদু ছাড়া আর কিছু হইবে না !
তবে জাতির যেহেতু বিনুদুনের প্রয়োজন আছে , তাই হারু আলম দাড়াইলে খারাপ হইবে না ! অন্তত আমাদের রাজনীতিজীবীদের মান যথার্থভাবে নির্ণয় হইবে যে হারু আলমও এমপি হইবার চায় ! তাই এমপি পদ ফহিন্নির পুতের চেয়ে একটু উফরেই হইবে !!!!!
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০
রোকনুজ্জামান খান বলেছেন: সব আল্লাহ্র ইচ্ছা।
লাউ কদু যদু মদনের ভরে গেছে দেশ , অনেক রাজ নেতা আছে যাহারা কি বলে তা তাহারা নিজেই ভাল করে বুজে না । মেধা আর যোগ্যতা আর শিক্ষার যদি উপযুক্ত মান থকতো তাহলে আজকে দেশকে এমন অব্যাবস্থাপনার মধ্যে পরতে হতো না ।
রাস্তায় ফিটনেস বিহিন গাড়ি যেমনি ভয়ংকর, তেমনি একজন ফিটনেস বিহিন নেতাও সমাজের জন্য তেমনি ভয়ংকর ।
এম পি মন্ত্রীরা জনগনের গোলাম ,,, এরা ভোট ভিক্ষ্যে করে ,ক্ষমতায় আসে । বিরোধী দল এলে হয় মৃত্যূ নয় ভিন দেশ ।
৮| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ। ফেনীর একজন এমপি এক সময় রিকশা চালাতেন।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫
রোকনুজ্জামান খান বলেছেন: যোগ্যতা মেধা আর শিক্ষা ছাড়া একটি সুন্দর দেশ গঠন করে পরিচালনা করা অসম্ভব ।
৯| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১২
রোকনুজ্জামান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১
অনল চৌধুরী বলেছেন: AK47 না,৫৭ ধারা লিখতে গিয়ে ৩৭ লিখে ফেলেছি।সাবধান !!!!
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরেুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সদস্য ইফতেখারুল ইসলাম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এই মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীর জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ নেতার এজাহারটি যাচাই-বাছাই শেষে সোমবার গভীর রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলা গ্রহণ করে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে একই অভিযোগ এনে শিক্ষক মাইদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতির দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয়া হয়। এতে উসকানিদাতা ও বিশ্ববিদ্যালয়কে লন্ডভন্ড করে দেয়ার অভিযোগ আনা হয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজীর বিরুদ্ধেও। সম্প্রতি এসব অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করে।
এদিকে ছাত্রলীগের হুমকিতে ইতিমধ্যেই ক্যাম্পাসে আসতে পারছেন না দুই শিক্ষক। তবে ক্যাম্পাসে ফিরতে চান শিক্ষক মাইদুল ইসলাম। নিরাপত্তা চেয়ে তিনি সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে আবেদন করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সহাকারী প্রক্টর লিটন মিত্র।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
রোকনুজ্জামান খান বলেছেন: সময় এখন বর্ষা কাল হরিণ খামছায় বাঘের গাল। সবই ঠিক আছে ,, তবে এত ভয় বুকে নিয়ে তো কলম হতে নেওয়া যায় না ।
আর একবার কলম হাতে নিলে লেখা আর থামানো যায় না । হয়তো অধ্যাপক সাহেব তেমন একটা মাল্টিট্যালেনটেট ছিলেন না তাই ফেসে গেছে । বর্তমান সরকারের অধীনে সাজানো বা বানানো মামলার হার বেশী । মতের অমিল হলেই তার জন্য অপেক্ষা করে কনডেম সেল ।
অপরাধী রা চির কাল টিকে থাকতে পারে না তাদের একটা সময় পতন হয় । আর যখন পতন হ্য় তখন তার পাশে দাড়ানোর মতো কেউ থাকে না । আল্লাহ্ আমাদের প্রেরণ করেছেন ,, আমাদের জান মাল হেফাজতের মালিক একমাত্র তিনিই তাই তাহাকে ছাড়া অন্য কাউকে ভয় পেলে তিনি অখুশি হবেন ।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪
অনল চৌধুরী বলেছেন: ফেনীর একজন এমপি এক সময় রিকশা চালাতেন। -রিকশা চালানো অপরাধ নাকি?
সে তো পরিশ্রম করে খায়,চুরি-দুর্নীতি করে না।
রাজাকার,খুনী,চোর,চ্যাচ্চোড়,মেয়ের দালার অার পেশাদার পতিতাদের কি চোখে পড়ে না?
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হা হা হা। পাগল কত প্রকার ও কী কী, আজও বুঝলাম না।
১৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: হিরো আলম এর চেয়ে বেশী যোগ্যতা আছে আমার।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২০
রোকনুজ্জামান খান বলেছেন: হীরো আলম তার অভিনয় এবং কমেডির কারণে জনপ্রিয়, আর আপনি লেখার জন্য পাঠক দের কাছে জনপ্রিয়। তবে যোগ্যতার দিক থেকে আপনিই সেররা। ভালো লাগা রইলো ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা হা।।।।। হাসলাম মন ভরে
।।