নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

একজন মানবিক ডাক্তারের সফলতার চিত্র ও ঘটনাপ্রবাহ

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৩৮


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

এটিই সেই মানবদেহের একটি ভেতর এর একটি অংশ।

অভিনন্দন
জেনারেল ও কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
ডাঃ অরুন কুমার পাল
এমবিবিএস; বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (সার্জারী)
এম এস (কলোরেক্টাল সার্জারী) বিএসএমএমইউ
সহকারী অধ্যাপক,সার্জারী বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
অশ্ব,পাইলস,ফিসার,ফিস্টুলাও টিউমার বিশেষজ্ঞ ও সার্জন

স্যার এর দেওয়া পোষ্ট হুবুহু বাংলা কনভার্ট করে নিচে দেওয়া হলোঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অপারেশন ইউনিট ৫ এর পক্ষে দলবদ্ধভাবে একটি দুর্দান্ত অপারেটিভ কোলনোস্কোপি এবং এন্টারোস্কোপিতে প্রথমবারের মতো কাজটি সম্পন্ন করা হয়েছে।

Patient : OBSCURE GI BLEEDING and refractory anaemia after repeated blood transfusion।
Preoperative endoscopy: NAD
Colonoscopy was tried but due to clotted blood was not proceeded।
CT scan: NAD

সুতরাং এন্ডোস্কপির সম্পূর্ণ সুবিধা নিয়ে ল্যাপারোটমির পরিকল্পনা করা হয়েছিল। প্রথম কোলনোস্কোপী সম্পন্ন হয়েছে, সেখানে একটি খনন ক্ষত রয়েছে যা সক্রিয় রক্তপাতের সাইট টিতে আরোহণের কোলনে পাওয়া গেছে। তাই হেমিকলেক্টমি সম্পন্ন হয়েছে এবং তারপরে জেনজাল রিজেক্ট সাইটের মাধ্যমে ডিজে পর্যন্ত এন্টারোস্কোপি চালানো হয়েছিল যা স্বাভাবিক ছিল।

সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে আমাদের ইউনিট একটি উদীয়মান এন্ডোস্কোপিক রচনা করল।
ডঃ মুসফিক রহমান প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রোগীর মঙ্গল কামনা রইল।
সর্বশক্তিমানকে ধন্যবাদ।
[লেখা ও ছবি স্যার এর ফেসবুক আইডি থেকে নেওয়া]
মূল পোষ্ট লিংক ঃ Click This Link

শুভেচ্ছান্তেঃ ইউনাইটেড পরিবার।

ব্লগের কেউ হতাস হবেন না, ঢাকা মেডিকেল কলেজ এ সার্জারী বিভাগের ৫ নং ইউনিটে যদি কেউ অপারেশন এর জন্য যান অবশ্যই দেখা করবেন উনার সাথে। উনি খুবই আন্তরিক এবং মানবিক। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাফল্যের জন্য অভিনন্দন।

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৫৭

রোকনুজ্জামান খান বলেছেন: আপনার এবং আপনার পরিবার সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ

২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: যদিও বিষয়টা আমার জ্ঞানের বাইরের, তবুও অভিনন্দন।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮

রোকনুজ্জামান খান বলেছেন: আপনি এবং আপনার পরিবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: একজন দক্ষ সার্জনের সাফল্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমি এ সুচিকিৎসকের আরও অনেক পেশাগত সাফল্য কামনা করছি।

পোস্টে প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.