নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

সাবধান!!!!! আন্দোলন যেন হাতছাড়া না হয়!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

আমরা তো বার বার আন্দোলন করেছি। বার বার বিজয়ী হয়েছি। কিন্তু জয়তো স্থায়ী হয় নি কোনো কালে। জয় চলে গেছে কারো কারো পকেটে।

তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছে কিন্তু সেই স্বাধীনতাতো থাকেনি আপন মহিমায়! স্বাধীনতার শত্রুরাই পুনর্বাসিত হয়েছে বিভিন্ন সময়ে।

স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আবার তার সাথেই সখ্যতা গড়েছি ক্ষমতায় থাকার আশায়।

আমরা বার বার বিজয় অর্জন করেছি। কিন্তু সে বিজয় হাইজ্যাক হয়ে যায়!

কাদের মোল্লার বিচার ঘিরে শুরু হয়েছে আবারো আন্দোলন। কোনো রাজনৈতিক প্লাটফরমে নয়। আন্দোলন শুরু হয়েছে সাধারণদের হাতে। অতি সাধারণ মানুষ করেছে অসাধারণ কাজ। বৃদ্ধিদীপ্ত তরুন সমাজ যে আলো জালিয়ে দিতে পারে এবং সে আলো ছড়িয়ে দিতে পারে তার প্রমাণ এই শাহবাগ স্বয়ার। শুরু হলো ঢাকায় তারপর --

ঢাকার পর চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট। সর্বত্রই একটি ধ্বনি। কাদের মোল্লার ফাঁসি চাই।

রাজপথ এখন তরুণের দখলে। কিন্তু তার মানে এই নয় যে এটা তরুণদের হাতেই থাকবে।

সবখানে ওত পেয়ে পেতে আছে সুযোগসন্ধানীদের দল।

রাজধানীর শাহবাগে আগামীকাল শুক্রবার বেলা তিনটার দিকে শুরু হবে ছাত্র-যুব মহাসমাবেশ। মহাসমাবেশের মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সংস্কৃতিকর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবল বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। খুবই ভাল কথা। কিন্তু তারপরও সাবধান!!!!

জয় করেছি বারে বারে-- জয়ের কোনো হিসাব নাই।

দু:খ শুধু জয়গুলোরে ধরে রাখতে পারি নাই।


এবার জয় নিশ্চিত হবে। কিন্তু কোনো সুযোগসন্ধানী যেন জয়টাকে গ্রাস করতে না পারে তার জন্য চাই সতর্কতা, সৃজনশীলতা এবং আন্তরিকতা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেছেন: শাহবাগ এখন সচেতন নাগরিকদের দখলে আছে যারা কোন প্রকারের রাজনৈতিক প্রাধান্য বিস্তারকে সমর্থন করে না। এখনই সময় আমাদের সকল দাবি আদায় করে নোওয়ার। রাজাকারদের ফাঁসি, হলমার্ক অর্থ-কেলেংকারী, পদ্দা-সেতু দুর্নীতি, শেয়ার বাজার কেলেংকারী সকল দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি আদায় করে নিতে হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

রেজা সিদ্দিক বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.